নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও প্রকারে করণীয় শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে এ জ্বর থেকে নিরাময়ের উপায় ও চিকিৎসা পদ্ধতি ছাড়াও প্রতিরোধমূলক বিভিন্ন বিষয় তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হক।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান ও উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস।