নিউজ সোনারগাঁ টুৃয়েন্টিফোর ডটকম: বাবা-মায়ের সাথে রাগ করে সাইদ নামের ১১ বছরের বালক নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেছে সাইদের পরিবার।
নিখোঁজ সাইদ সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের আলমদী দক্ষিনপাড়া গ্রামের শফিকুল ইসলামেন ছেলে।
পরিবার সুত্রে গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে পড়াশোনা না করায় তার পিতা-মাতা তাকে বকাঝকা করে। এরপর সকাল ১০টার পর থেকে সে বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফেরেনি। সাইদ বাড়ি না ফেরায় তার স্বজনরা গতকাল থেকে তার আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে। তার পরিবারের অনুরোধ যদি কোন হৃদয়বান ব্যক্তি সাইদের সন্ধ্যান পান তাহলে সোনারগাঁ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।