নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ভূঁইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে লেন্স প্রতিস্থাপন ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছেন।
বারদী ইউনিয়নে গোয়ালপাড়া হাই স্কুল মাঠে শনিবার সকালে ভূঁইয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বারদী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলা চেয়ারম্যান সালমা ওসমান লিপি।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান ডালিয়া লিয়াকত।অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ল।প্রফেসর ড. শিরিন বেগম।
সে সময় চারশত নারী পুরুষের চোখের সানি ও ৫ হাজার লোকের চক্ষু চিকিৎসা দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জহিরুল হক, অনুষ্ঠান পরিচালায় ভূইয়া ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক ভূইয়া ।