নিউজ সোনারগাঁ টুূয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে বিষাক্ত মদপানে রকিবুল নামের ১ জনের মৃত্যু। ৭ জনকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
মৃত রাকিবুর ভাটিবন্দর গ্রামের সোহেল রাব্বির ছেলে।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর গ্রামে গত ২৮ শে এপ্রিল বৃহস্পতিবার রাতে ৮ জন মিলে মাদক সেবন করে। সেবনের পর তাদের অবস্থা অবনতি দেখে মুমূর্ষ অবস্থায় তিন জনকে মেডিকেলে নিয়ে যাওয়ার পর ভাটিবন্দর গ্রামের সোহেল রাব্বির ছেলে রকিবুল নামে একজন মারা যান ও বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক জানতে পেরে, বাকি চারজনকে মেডিকেলে ভর্তি করা হয়।