নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁও এলাকা থেকে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, পেশাদার খুনি ও ‘রিয়াজ বাহিনী’র প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ ও তার চার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়।
বুধবার (৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে শীর্ষ সন্ত্রাসী ও রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে আরও চার সহযোগীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়।
এ বিষয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।