নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোনারগাঁ ইউনিক পাওয়ার প্লান্টে এক শ্রমিককে পিটিয়ে আহত করেছে বহিরাগত সন্ত্রাসীরা। এ ঘটনায় বাদি হয়ে সোনারগাঁ থানায় আহত শ্রমিক আনিছ একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আহত আনিছ উল্লেখ করেন, রবিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে ইউনিক পাওয়ার প্লান্টে আনিছের সাথে অন্য শ্রমিকদের তর্ক হয়। এর জের ধরে বেলা ১১ টার সময় নাস্তার বিরতিতে আনিছ প্লান্টের বাহিরে আসলে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা মজিবর মেম্বারে ছেলে রোহান, রোমান, রাতুল, মেজু, শকিসহ ৫/৬ জনের একটি দল অপরিকল্পত ভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা করে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় হামলার শিকার আনিছ ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত আনিছ বাদি বিকেলে একটি অভিযোগ দায়ের করেন।