নিউজ সোনারগাঁ২৪ডটকম”
পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে আজ ৪র্থ ধাপের নির্বাচন চলছে সোনারগাঁয়ে। সকাল ৮টা থেকে ভাট গ্রহন শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে , শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন চললেও ভোটার উপস্থিতি ছিল খুব কম। তবে, প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন মাত্র ভোট শুরু হলো আস্তে আস্তে লোক আসবে।
সোনারগাঁয়ে এবার মোট ৩ লক্ষ ৮ হাজার ৭১জন তাদের ভোট প্রয়োগ করবে। এবার মোট কেন্দ্রের সংখ্যা ১১৮টি বুথের সংখ্যা ৭৫০টি। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১জন করে প্রিজাইডিং এবং প্রিজাইটিং অফিসারদের সহায়তার জন্য প্রতিটি কেন্দ্র ২জন করে মোট ২শত ৩৬জন ও এছাড়া পোলিং অফিসার থাকবে ১ হাজার ৭শত ৫২জন নিয়োজিত রয়েছেন।