নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতা’র জমি জোর পূর্বক দখলে নিয়ে সেখানে বালু ভরার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেন মামলা করলে ওই জমিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। কিন্তু আইনের প্রতি কোন শ্রদ্ধা না দেখিয়ে তিনি সেখানে অন্যের জমিতে বালু ভরাট অব্যাহত রেখেছেন।রবিবার দুপুরে ভুক্তভোগী সেলিম চৌধুরী এই অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্রেখ করেন, জামপুর ইউনিয়নের মৌজা শিরাব, দাগ নং সিএস/এসএ ২০ , আর এস দাগ ৪৯, খতিয়ান এস এ ২, আর এস খতিয়ান ২৯, জাগার পরিমান ৬৩ শতাংশ। এরমধ্য মধ্যে আমার পিতা আবুল হোসেন ৫ শতাংশ জমি মালিক হিসাবে ভোগদখল করে যাচ্ছে। আমি সেলিম চৌধুরী সহ আমার ছোট ভাই সিফাত চৌধুরী আমার পিতা আবুল হোসেন আমাদেরকে এ ৫ শতাংশ জমি হেবা কৃত করে রেজিস্ট্রি করে দেয়। যার দলিল নং ১৪৮৭১/২০২০। জমি উত্তরে সরকারি হালট, দক্ষিণে আমিনুল হক গং,পূর্বে মোক্তার হোসেন গং,পঞ্চিমে তাইজুল ইসলাম গং। ‘ তবে আমার সরলতা সুযোগে নিয়ে জমির পাশের বাসিন্দা শিরাব গ্রামের আনোয়ার হোসেন (লাল পড়ি) সে জোড় করে আমার জমিতে জমি বালু ভরাট করে নিজের দখলে নেয়ার চেষ্টা করে। সেলিম চৌধুরী বাঁধা দিলে আনোয়ার হোসেনের লালতি সন্ত্রাসীরা সেলিম চৌধুরীকে বিভিন্ন প্রকার ভয় ভিত্তি দেখাচ্ছে। সেলিম চৌধুরী আরো বলেন, আমি তালতলা তদন্ত কেন্দ্র অভিযোগ করেছি এস আই রাসেদুল তদন্ত করার দ্বায়িত্ব নিয়েছে, কিন্তু বিষয়টি তিনি গুরুত্ব ভাবে দেখছেনা। তাই সেলিম চৌধুরী নারায়ণগঞ্জ বিঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, মামলার নং ২৭/২০২১, পর সোনারগাঁ পুলিশের মাধ্যমে তদন্ত করার নোটিশ জারি করেন। ভুক্তভোগী সেলিম চৌধুরী অবৈধ ভাবে বালু দখলদারদের উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।