নিউজ সোনারগাঁ২৪ডটকম: সোনারগাঁ উপজেলা শিল্প কলা একাডেমী উদ্যোগে উপজেলা চত্বরে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে রাত পর্যন্ত বসে গানের আসর। উপজেলা বিভিন্ন প্রান্থ থেকে আসা বিভিন্ন বয়সের ৪০/৪৫ জন শিল্পীদের অংশ গ্রহনে বসে এ আসর। একাডেমীর উদ্যোগে এখানে নজরুল সংগীত, রবিন্দ্র সংগীত ও ফোক গানের আয়োজন করা হয় ও একাডেমীর উদ্যোগে এখানে শিল্পীদের গান ও নৃত্য শেখানো হয়। এজন্য একাডেমী গান শেখানোর জন্য দিলীপ কুমার বর্ধন, তবলার শেখানোর একেএম বাহউদ্দিন ও রবিরায় এবং নৃত্যের জন্য জন্য মিলন নামের এক নৃত্য শিল্পীকে নিয়োগ দিয়েছেন। গান ও নৃত্য আগ্রাহী সকল বয়সের শিল্পীদের প্রশিক্ষন দেয়া হয়। একাডেমীটির সভাপতি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একাডেমীটি পরিচালনা করেন আজিজুল ইসলাম মুকুল ও আনোয়ার হোসেন।