নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডডটকম যথাযোগ্য মর্যাদায় সোনারগাঁয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে কেক কেটে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এর আগে সোনারগাঁ জাদুঘর চত্বরে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সাবে সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, জেলা আওয়ামীলীগ সদস্য মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু।
অপরদিকে উপজেলার মোগরাপাড়া বাসস্ট্যান্ডে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ মোহাম্মদ সোহাগ রণি, বারদী ইউনিয়নে চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।