নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাইকারটেক হাটের ইজারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় মামলা দায়েরের পর এবার কাউন্টার একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলা নিয়ে অপরাজনীতি চলছে বলেও অভিযোগ ওঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। যেখানে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে জেলা ছাত্রগীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোহাম্মন সোহাগ রনিকে প্রধান আসামি করে উল্টো কাউন্টার মামলা দায়ের করা হলো এই মামলায় ছাত্রলীগ যুবলীগের যেসব নেতাকর্মীরা আহত ও রক্তাক্ত জখম হয়েছেন তাদেরকেও আসামি করা হয়েছে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হল সোহাগ রনির অসুস্থ বৃদ্ধ পিতা শাহজামাল তোতাকেও ওই মামলায় আসামি করা হয়েছে। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন রাজনীতিতে গ্রুপিং বিরোধ দ্বন্দ্ব কিংবা প্রতিযোগীতা থাকতে পারে। সেই হিসাবে রাজনৈতিকভাবে কিংবা অপরাজনৈতিকভাবে সোহাগ রনিকে আসামি করাটা অনেকটা স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হলেও তার অসুস্থ বৃদ্ধ পিতকে মামলার আসামি করার বিষয়টি নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে। স্থানীয়দের দাবি যেখানে রাজনীতি করে সোহাগ রনি অথচ মামলায় আসামি করা হলো তার বৃদ্ধ পিতাকে।যে ঘটনার সম্পতোই নেই। অভিযোগ শুধু স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে নয়, স্থানীয়রা পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তারা। তাদের অভিযোগ মামলাটির নেওয়ার আগে কোন প্রকাশ যাচাই – বাছাই’ কিংবা তদন্ত না করেই রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই মামলাটি পুলিশ গ্রহণ করেছেন।
সোহাগ রনি জানান, আমি রাজনীতি করি। আমার নামে এ আগেও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এবারও করেছে। তাতে আমার দু:খ নেই। কিন্তু এ মামলায় আমার অসুস্থ বাবাকে আসামী করেছে। সে ব্যক্তি নিজে চলতে পারে না সে ব্যক্তি কিভাবে মারামারি করে সেটার প্রশ্ন রাখলাম আমি সোনারগাঁবাসীর কাছে।