নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলার নাট্যকার ও অভিনেতা জুয়েল আহমদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নাট্য প্রেমিদের মাঝে। তার মৃত্যুতে তার সহকর্মীরা শোকে কাতর হয়ে পড়েছেন। তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার বাড়িতে ছুটে যান তার বন্ধু সহকর্মী ও নাট্য ব্যক্তিত্বরা।
এ সময় তার সাথে দীর্ঘদিন পথচলা নাট্যকর্মীরা জানান, জুয়েল আমাদের নাট্য জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। সে এলাকার যুবকদের নিয়ে অনেক নাটক রচনা করেছেন সাথে তিনি অনেক নাটকে অভিনয় করেছেন। তারমতো একজন নাট্য ব্যক্তিত্ব হারিয়ে আমরা একজন সাংস্কৃতিক ব্যক্তিকে হারালাম। তার অভাব সহজে পুরন হবার নয়। আমরা তার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করি।
জুয়েল গতকাল সন্ধ্যা ৭টার দিকে ব্রেন স্টোক করে তার বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বেলা এগারোটার সাহেব বাড়ি মসজিদে জানাযা শেষে তার মা- বাবার কবরের পাশে দরগাহ বাড়ির কবরস্থানে দাফন করা হয়।