নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ইউপি সদস্য সুজন মিয়ার উদ্যােগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৫ শে আগষ্ট বুধবার বিকেলে জামপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আওয়ামী নেতা মোঃ আব্দুল বাতেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়।১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালো রাএে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে। আগষ্ঠ মাসটি বাংঙ্গালী জাতির জন্য একটি শোকের মাস। কিন্তু সে সময় বাইরে থাকায় প্রানে বেঁচে যায় বঙ্গবন্ধুর দুই কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা। এ সময় তারা আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় তিনি আরো বলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনারগাঁয়ে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা একসাথে কাজ করে যেতে হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ দলকে সোনারগাঁয়ে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তাই দলের মধ্যে থেকে কোন প্রকার অনৈতিক কাজ করা যাবে না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম নান্নু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফ দেওয়ান, ইউপি সদস্য মোঃ সুজন মিয়া, ইউপি সদস্য মোঃ সানাউল্লাহ, ৫নং ওয়াড আওয়ামী লীগ নেতা মোঃ মাসুম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।