নিউজ সোনারগাঁ২৪ডটকম: ডেঙ্গু জ্বরের প্রভাব ও ডেঙ্গু জ্বর প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমা সুলতানা নিপা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আবাসিক মেডিকেল অফিসার সজিব রহমান, ডা. মহিউদ্দিনসহ কমপ্লেক্সের নার্স ও কর্মকর্তা বৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশী সে রোগটা আমাদের উপর জেকে বসেছে সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর। যার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের মতো ডাক্তারও মারা গেছেন। এ প্রভাব এতটাই বিস্তার করেছে প্রতিদিন শত শত রোগী সরকারী হাসপাতালসহ বেসরকারী ক্লিনিকগুলোতে ভর্তি হচ্ছে। তাই এ ডেঙ্গু জ্বরের জন্য আমাদের সব সময় সজাগ থাকতে হবে। শুধু আমরা সচেতন হতে হবে না সাধারন মানুষকেও এ রোগ সর্ম্পকে সচেতন করতে হবে। বিশেষ করে কিভাবে ডেঙ্গু জ্বর হয়, জ্বরের লক্ষন ও জ্বর হলে করনীয় বিষয় নিয়ে উপজেলা বিভিন্ন স্থানে হাসপাতালে পক্ষ থেকে সভা ও উঠান বৈঠক করে জনসাধারণকে সচেতন করতে হবে। তাহলে সকলের সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু জ্বর নিরাময় সম্ভব।