নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ঃ সোনারগাঁয়ের সব হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার ও নার্সদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ ২৫০টি (পিপিই) বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাসমাহ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বিকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে বাসমাহ চেয়ারম্যান মীর শাহাদাত হোসেন, মীর কবির হোসেন ও সহ-সভাপতি মীর মোজাম্মেল হোসেন উপস্থিত থেকে সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার হাতে এসব পিপিই তুলে দেন।
এছাড়া ২ হাজার হ্যান্ড স্যানেটাইজার, ২ হাজার পিস সাবান, ৪ হাজার মাস্ক, ৪ হাজার গ্লাভস, ২ হাজার হেড কভার, ৩শত সু কভার প্রাদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ সাহা ও আবাসিক মেডিকেল অফিসার সজিব হোসেন, এডমিন অফিসার আল আমিন, ম্যানেজার আসাবউদ্দিন সহ বাসমাহ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।