সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ১০ জনের নমুনার রির্পোটে ৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৬১১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৭৩ জন, মোট মৃত্যুবরণ করছেন ২২ জন।
তার দেয়া তথ্য অনুয়ায়ী সাদিপুর ইউনিয়নে ১ জন মহিলা ও পিরোজপুর ইউনিয়নে ১ জন পুরুষ দেহে কোভিড-১৯ সনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২৭২১ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৬০৮ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২২ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৫৭১ জন সুস্থ হয়েছেন।
নিম্নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্য দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ১০ জনের ফলাফল অনুযায়ী ৩ জন COVID-19 পজিটিভ এবং ৭ জন COVID-19 নেগেটিভ এসেছে।
➕ পজেটিভের তথ্যঃ
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- নানাখী, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – পিরোজপুর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- কৃষ্ণপুরা, আমিনপুর।
➖ নেগেটিভের তালিকাঃ
১. মোঃ রাব্বী, ১৯ বছর
ঝাউচর, পিরোজপুর।
২. রাসেল, ২৪ বছর
ঝাউচর, পিরোজপুর।
৩. রহিম, ২৪ বছর
ঝাউচর, পিরোজপুর।
৪. মোঃ ইকবাল, ৪৬ বছর
গোয়ালদী, আমিনপুর।
৫. ঝর্ণা, ৩৫ বছর
খাসনগর দিঘীর পাড়, আমিনপুর।
৬. রুমা, ৫৩ বছর
ভাগলপুর, মোগরাপাড়া।
৭. মোমেন, ৫৫ বছর
কৃষ্ণপুরা, আমিনপুর।
*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৭ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ২ জন সুস্থতা লাভ করেছেনঃ-
১. আব্দুল আউয়াল, ৩২ বছর
কৃষ্ণপুরা, আমিনপুর।
২. দুলাল মাহমুদ, ৫০ বছর
চেলার চর, শম্ভূপুরা।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৬১১ জন (মৃত্যু-২২ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৫৭৩ জন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।