সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ১১ জনের নমুনার রির্পোটে ৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৬২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৮৯ জন, মোট মৃত্যুবরণ করছেন ২২ জন।
তার দেয়া তথ্যমতে পৌসভার তাজপুর এলাকায় একই পরিবারের স্বামী-স্ত্রী ১৫ বছরের ছেলে ও ৫ বছরের মেয়ের দেহে কোভিট-১৯ সনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২৮৩৩ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৬২৯ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২২ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৫৮৯ জন সুস্থ হয়েছেন।
নিম্নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্য দেয়া হলো : সর্বশেষ প্রাপ্ত ১১ জনের ফলাফল অনুযায়ী ৪ জন COVID-19 পজিটিভ ও ৭ জন নেগেটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্যঃ
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – তাজপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- তাজপুর, আমিনপুর।
১ জন ছেলে শিশু(১৫ বছর) -তাজপুর, আমিনপুর।
১ জন মেয়ে শিশু(৮ বছর)-তাজপুর, আমিনপুর।
(পজিটিভ সবাই একই পরিবারের সদস্য)
➖ নেগেটিভের তালিকাঃ
১. জাবেদ আলী সরকার, ৬০ বছর
চৌধুরীগাঁও, শম্ভুপুরা।
২. শাওন সরকার, ২৬ বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৩. আরেফিন খান, ২৪ বছর
হাবিবপুর,মোগরাপাড়া।
৪. সিরাজুল ইসলাম, ৫০ বছর
দমদমা, মোগরাপাড়া।
৫. লিটন, ৫০ বছর
হোলসিম সিমেন্ট, মেঘনাঘাট,পিরোজপুর।
৬. সাঈদী, ৯ বছর
নয়াগাঁও, পিরোজপুর।
৭. রহিম, ১৪ বছর
বাংলাবাজার, সনমান্দি।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৬২৯ জন (মৃত্যু-২২ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৫৮৯ জন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।