নিউজ সোনারগাঁ২৪ডটকম: সোনারগাঁয়ে এনামুল হক সাগর নামে এক ভূয়া ডাক্তারকে আটক করেছে সোনার থানা পুলিশ।
রোববার(২২সেপ্টেম্বর)সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তার ভুইয়া ফার্মেসী হতে রোগী দেখার সরঞ্জামাদিসহ তাকে আটক করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হক জানান, সিভিল সার্জন মহোদয়ের নির্দেশে গোপন সংবাদের মাধ্যমে আমি সহ অফিস কর্মকর্তারা সরেজমিনে অভিযান পরিচালনা করে রোগী দেখার সরঞ্জামাদিসহ তাকে হাতেনাতে আটক করি৷
পরে সোনারগাঁ থানা পুলিশের এস আই রুস্তম এসময় সেই ভুয়া ডাক্তার কে আটক করে তার সাথে থাকা রোগী দেখার সরঞ্জামাদিসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ভুয়া ডাক্তার এনামুল হক সাগর মুন্সীগঞ্জ জেলার জোড়পুকুর পাড় গ্রামের মৃত নয়ন শরীফ বেপারীর ছেলে।এনামুল হক সাগর তিনি দীর্ঘদিন যাবৎ সোনারগাঁয়ে নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় ডাক্তার পরিচয় দিয়ে এহেন কর্মকাণ্ড করে যাচ্ছেন।
উল্লেখ্য,যে তিন বছর আগেও তার নামে ভুয়া ডাক্তার হিসেবে রোগি দেখার কারনে একটি মামলা আদালতে চলমান আছে বলে জানা যায়।