নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে নতুন করে একদিনে আরো ২১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এছাড়া ১ জন মৃত্যুবরণ করেছেন। নতুন করে সুস্থ হয়েছেন আরো ১৫ জন।
রবিবার দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
যা নমুনা সংগ্রহের তুলনায় সনাক্তের হার ১০০ শতাংশ।
তিনি জানান, রবিবার দুপুরে পাওয়া তথ্যনুযায়ী ২১ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করে ২১ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।এছাড়া পৌরসভায় ১ জন করোনা আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। সুস্থ হয়েছেন আরো ১৫ জন। নতুন করে আক্রান্ত হলেন,২ জন প্রাপ্তবয়স্কা মহিলা – চর লাল, সনমান্দী।
২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নিউ টাউন, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – চান্দের কীর্তি, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – দমদমা, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হাবিবপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দত্তপাড়া, আমিনপুর।
২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ঝাউচর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – প্রতাপের চর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হাতকোপা, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – আষাঢ়িয়ার চর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাড়িয়া, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – এপিলিয়ন লিঃ, কুতুবপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – রহিম স্টিল, নয়াবাড়ী, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সোনাপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – পশ্চিম বেহাকৈর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কুতুবপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – মৃধাকান্দি, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাজহরদী, কাঁচপুর।
আক্রান্তরা হলেন, ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নানাখি, সাদিপুর।
নিম্মে স্বাস্থ্য বিভাগের তথ্য দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ২১ জনের ফলাফল অনুযায়ী ২১ জন COVID-19 পজিটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্য: –
২ জন প্রাপ্তবয়স্কা মহিলা – চর লাল, সনমান্দী।
২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নিউ টাউন, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – চান্দের কীর্তি, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – দমদমা, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হাবিবপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দত্তপাড়া, আমিনপুর।
২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ঝাউচর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – প্রতাপের চর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হাতকোপা, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – আষাঢ়িয়ার চর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাড়িয়া, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – এপিলিয়ন লিঃ, কুতুবপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – রহিম স্টিল, নয়াবাড়ী, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সোনাপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – পশ্চিম বেহাকৈর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কুতুবপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – মৃধাকান্দি, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাজহরদী, কাঁচপুর।
*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৯ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ১৫ জন সুস্থতা লাভ করেছেন:-
১. খাদিজা, ২৫ বছর
পাথাট্টা, কাঁচপুর।
২. আঁখি আক্তার, ২৩ বছর
বেহাকৈর, কাঁচপুর।
৩. নাজমা বেগম, ৩৫ বছর
বেহাকৈর, কাঁচপুর।
৪. আনোয়ার, ৫১ বছর
টিপর্দী, আমিনপুর।
৫. তাসলিমা, ৫০ বছর
নুনের টেক, বারদী।
৬. আশুরা রহমান, ২৮ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৭. আরিফা, ২৭ বছর
মল্লিকপাড়া, আমিনপুর।
৮. নবীর, ৩০ বছর
খালপাড় চেঙ্গাইন, কাঁচপুর।
৯. রিনা, ৩০ বছর
খালপাড় চেঙ্গাইন, কাঁচপুর।
১০. মোঃ রবিউল, ৩৮ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
১১. মোঃ বাপ্পি, ২৫ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
১২. শামসুল হক, ৪০ বছর
মেঘনা ব্রীজ টোল প্লাজা, পিরোজপুর।
১৩. মুক্তা আকতার, ২৩ বছর
কাঁচপুর, কাঁচপুর।
১৪. শিমু আক্তার, ২৬ বছর
কুতুবপুর, কাঁচপুর।
১৫. মাহবুব, ৪৫ বছর
কুতুবপুর, কাঁচপুর।
*** মৃত্যুর তথ্যঃ
৭২ বছর বয়সী একজন প্রাপ্তবয়স্ক পুরুষ (পদ্মলাভদী, আমিনপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ, নারায়ণগঞ্জে ২৬.০৬.২০২১ তারিখে নমুনা প্রদান করেন এবং ২৭.০৬.২০২১ তারিখে প্রাপ্ত ফলাফল অনুযায়ী পজিটিভ হন। পরবর্তীতে ২৭.০৬.২০২১ তারিখে আজগর আলী হাসপাতাল, ঢাকায় ভর্তি হন এবং আই.সি.ইউ-তে চিকিৎসাধীন অবস্থায় ১৭.০৭.২০২১ তারিখ রাত ০৯:০০ মিনিটে মৃত্যু বরণ করেন।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী – ১৬৩৩ জন (মৃত্যু-৪৩ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন– ১৩৩৫ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।