নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (১৯ জানুয়ারী) মঙ্গলবার ১০ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষায় কারো দেহে করোনা সনাক্ত হয়নি।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা জানান, মঙ্গলবার পাওয়া তথ্যে ১০ জনের নমুনা পরিক্ষা করে কারো দেহে করোনা সনাক্ত হয়নি। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৮০৩ জন, মোট সুস্থ হয়েছেন ৭৫৫ জন মৃত্যুবরন করেছে ২৬ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য নিচে প্রদান করা হলো: সর্বশেষ প্রাপ্ত ১০ জনের ফলাফল অনুযায়ী ১০ জনই COVID-19 নেগেটিভ এসেছে।
নেগেটিভের তালিকা : – ১. জাকির হোসেন, ৪০ বছর প্রতাপের চর, পিরোজপুর। ২. মোজাম্মেল, ২৮ বছর আষাঢ়িয়ার চর, পিরোজপুর। ৩. রিদিকা, ১৮ বছর গোহাট্টা, মোগরাপাড়া। ৪. রাইকা, ১৩ বছর গোহাট্টা, মোগরাপাড়া। ৫. আশুরা বেগম, ৪০ বছর গোহাট্টা, মোগরাপাড়া। ৬. মোঃ ফারুক, ২৯ বছর আনন্দ বাজার, বৈদ্যের বাজার। ৭. কামরুল, ৩০ বছর নোয়াকান্দি, সনমান্দী। ৮. নুরুজ্জামান, ৪৮ বছর সুখের টেক, কাঁচপুর। ৯. আকাশ, ১৮ বছর কৃষ্ণপুরা, আমিনপুর। ১০. আব্দুল গাফফার, ২৮ বছর হাতকোপা, আমিনপুর।
* কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ১ জন সুস্থতা লাভ করেছেন :- ১. রশিদ, ৪১ বছর নিউ টাউন, পিরোজপুর। অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৮০৩ জন (মৃত্যু-২৬ জন) অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৭৫৫ জন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।