নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (১২ সেপ্টেম্বর) শনিবার ২০ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ২০ জনের দেহে করোনা নেগেটিভ। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫৮ জন। মোট সুস্থ হয়েছেন ৫১৫ জন, মোট মৃত্যবরণ করেছেন ২১ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৩ জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ২০ জনের নমুনার রির্পোটে ২০ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৫৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫১৫ জন, মৃত্যুবরণ করছেন ২১ জন আর চিকিৎসা নিচ্ছেন ২৩ জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২৫১০ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৫৫৮ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২১ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৫১৫ জন সুস্থ হয়েছেন।
নিম্নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্য দেয়া হলো:
সর্বশেষ প্রাপ্ত ২০ জনের ফলাফল অনুযায়ী ২০ জনই COVID-19 নেগেটিভ এসেছে।
– নেগেটিভের তালিকাঃ
১. আসাদুজ্জামান, ৩২ বছর
পৌরভবনাথপুর, আমিনপুর।
২. সালমা, ৩০ বছর
লাহাপাড়া, আমিনপুর।
৩. স্বপন, ২১ বছর
আনারপুরা, গজারিয়া,মুন্সীগঞ্জ।
৪. সবুজ, ২৯ বছর
দুধঘাটা, পিরোজপুর।
৫. দুলাল মিয়া, ২৪ বছর
বি সি ক, কাঁচপুর।
৬. মিলন, ৭০ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
৭. স্বাধীন, ২২ বছর
নিউটাউন পেপার হাউজ, পিরোজপুর।
৮. নাসির উদ্দিন, ৫৫ বছর
অরজুন্দি, আমিনপুর।
৯. এম, এম, খালিদ হাসান, ৩৮ বছর
সাহাপুর, আমিনপুর।
১০. জমশেদুল, ২৪ বছর
নিউটাউন, পিরোজপুর।
১১. রুবেল, ২২ বছর
নিউটাউন, পিরোজপুর।
১২. তাহা, ৭ বছর
উপজেলা পরিষদ কোয়ার্টার, আমিনপুর।
১৩. লিপি আক্তার, ৪০ বছর
উপজেলা পরিষদ কোয়ার্টার, আমিনপুর।
১৪. আনিসুল কবির, ৩০ বছর
ভবনাথপুর, পিরোজপুর।
১৫. কাকলি, ২৯ বছর
সোনারগাঁ থানা, আমিনপুর।
১৬. সিফাত, ২৩ বছর
সেনপাড়া, বারদি।
১৭. ইমরান, ৩৪ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
১৮. সাব্বির, ২৮ বছর
তাতুয়াকান্দি, পিরোজপুর।
১৯. নাজমুল হাসান, ৩৮ বছর
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়, সোনারগাঁ।
২০. মুকুন্দ দত্ত, ৮০ বছর
সোনাময়ী, বৈদ্যেরবাজার।
সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ৫৫৮ জন।
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু-২১ জন।
সর্বমোট সুস্থতা লাভ করেছেন- ৫১৫ জন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।