বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬২ জন। মোট সুস্থ হয়েছেন ৫২০ জন, মোট মৃত্যবরণ করেছেন ২১ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ২২ জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ২১ জনের নমুনার রির্পোটে ২১ জনের দেহে করোনা সনাক্ত হয়নি। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৫৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২০ জন, মৃত্যুবরণ করছেন ২১ জন আর চিকিৎসা নিচ্ছেন ২২ জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২৫৬২ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৫৬১ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২১ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৫২০ জন সুস্থ হয়েছেন।
নিম্নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্য দেয়া হলো:
সর্বশেষ প্রাপ্ত ২১ জনের ফলাফল অনুযায়ী ২১ জনই COVID-19 নেগেটিভ এসেছে।
➖ নেগেটিভের তালিকাঃ
১. হেলেনা, ৪৫ বছর
গোয়ালদী, আমিনপুর।
২. আনিসুর রহমান, ৪০ বছর
দলদার, মোগরাপাড়া।
৩. লাভলী, ৩৫ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৪. রাশিদা বেগম, ৫৫ বছর
আলমদী, বারদী।
৫. আবুল কালাম, ৩৬ বছর
দুর্গা প্রসাদ, শম্ভূপুরা।
৬. আব্দুল লতিফ, ৫০ বছর
গোবিন্দপুর, আমিনপুর।
৭. ফারুক আহমেদ, ৩২ বছর
ভবনাথপুর, পিরোজপুর।
৮. তাসলিমা আক্তার, ২৯ বছর
ফতেহপুর, শম্ভূপুরা।
৯. খালেদা বেগম, ৪৩ বছর
তাতুয়াকান্দি, পিরোজপুর।
১০. মফিজুর রহমান, ৩৭ বছর
ছোট শিলমান্দী, আমিনপুর।
১১. আহমেদ, ৩৫ বছর
পৌর ভবনাথপুর, আমিনপুর।
১২. সেলিনা, ৩৭ বছর
গাবতলী, বৈদ্যের বাজার।
১৩. মাহমুদুল হাসান, ২৮ বছর
টেঙ্গার চর, গজারিয়া, মুন্সীগঞ্জ।
১৪. জহির রায়হান, ৩৫ বছর
সোনাপুর, কাঁচপুর।
১৫. আব্দুল হক, ৬০ বছর
বাইশত্যাগী, সাদীপুর।
১৬. শাহ জামাল, ৪৫ বছর
মাধবপুর, মোগরাপাড়া।
১৭. আনোয়ারা, ৩৯ বছর
আমগাঁও, সাদীপুর।
১৮. সাহাব উদ্দিন, ৭০ বছর
দলদার, মোগরাপাড়া।
১৯. আলী নূর, ৫২ বছর
ভাটি বলাকী, গজারিয়া, মুন্সীগঞ্জ।
২০. আজম খান, ৬০ বছর
নাজিরপুর, সনমান্দী।
২১. আবু সিদ্দিক, ৫৫ বছর
আলগীর চর, বারদী।
সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ৫৬২ জন।
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু-২১ জন।
সর্বমোট সুস্থতা লাভ করেছেন- ৫২০ জন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।