নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (৪ ডিসেম্বর) শুক্রবার ২১ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা শতকরা ২৮ শতাংশ। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৭০৭ জন। মোট সুস্থ হয়েছে ৬৫৩ জন, মোট মৃত্যবরণ করেছেন ২৩ জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ২১ জনের নমুনার রির্পোটে ৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছ। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৭০৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৫৩ জন, মোট মৃত্যুবরণ করছেন ২৩ জন।
তার দেয়া তথ্যমতে, উপজেলার মোগরাপাড়া ১জন, পশ্চিম সনমান্দি ১জন, সনমান্দি বানিয়াতুলি ১জন, পৌরসভার রঘুভাঙ্গা ১জন, ১জন হাতকোপা ১জন, পিরোজপুরের নিউটাউন ১জন কোভিট ১৯ সনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ৩৪৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৭০৭ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৬৪৯ জন সুস্থ হয়েছেন।
নিম্নে স্বাস্থ্য বিভাগের তথ্য নিম্নে দেয়া হলো
সর্বশেষ প্রাপ্ত ২১ জনের ফলাফল অনুযায়ী ৬ জন COVID-19 পজিটিভ ও ১৫ জন নেগেটিভ এসেছে।
পজিটিভের তথ্য : – ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বানিয়াতুলী, সনমান্দী। ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – রঘুভাঙ্গা, আমিনপুর। ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নিউ টাউন, পিরোজপুর। ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – পশ্চিম সনমান্দী, সনমান্দী। ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মোগরাপাড়া, মোগরাপাড়া। ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হাতকোপা, আমিনপুর।
নেগেটিভের তালিকা : – ১. ঝুমুর, ২৪ বছর উদ্ধবগঞ্জ, আমিনপুর। ২. জয়ন্ত, ৩৫ বছর উদ্ধবগঞ্জ, আমিনপুর। ৩. মোঃ শামীম মিয়া, ৩৯ বছর দিঘীর পাড়, আমিনপুর। ৪. জোবায়ের, ৭ বছর বাড়ী মজলিশ, মোগরাপাড়া। ৫. হাফসা, ৫ বছর ব্রাহ্মণভাওগাঁ, জামপুর। ৬. আতিকা, ৫ বছর দরপত, আমিনপুর। ৭. সুরাইয়া, ২৬ বছর সোনাপুর, কাঁচপুর। ৮. উদয় কুমার, ৪০ বছর হাবিবপুর, মোগরাপাড়া। ৯. আব্দুস সামাদ, ৩৬ বছর দারোগোল্লা, মোগরাপাড়া। ১০. ফয়সাল, ২১ বছর কানাইনগর, মোগরাপাড়া। ১১. সিরাজ, ৬৫ বছর খাগুটিয়া, আমিনপুর। ১২. আব্দুস সালাম, ৩৩ বছর বড়নগর, মোগরাপাড়া। ১৩. আব্দুল হালিম, ২৩ বছর বড়নগর, মোগরাপাড়া। ১৪. আশাদ, ৪০ বছর হোসেনপুর, শম্ভুপুরা। ১৫. রাজীবুল ইসলাম, ২৮ বছর দুধঘাটা, পিরোজপুর।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৭০৭ জন (মৃত্যু-২৩ জন) অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৬৫৩ জন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।