নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার করোনা আক্রান্তের হটস্পট শম্ভুপুরা ইউনিয়ন। আক্রান্তর দিকে দিয়ে ২য় স্থানে রয়েছে বৈদ্যেরবাজার ইউনিয়ন।
সোনারগাঁয়ে এ পর্যন্ত মোট ২৯জন করোনা রোগী সনাক্ত হয়েছে তার মধ্যে শম্ভুপুরা ইউনিয়নে রয়েছে ১৩জন। এ ইউনিয়নে মৃত্যের সংখ্যা ১জন।
এছাড়া বৈদ্যেরবাজার ইউনিয়নে রয়েছে ৭জন, কাঁচপুর ইউনিয়নে রয়েছে ৩জন, মোগরাপাড়া ইউনিয়নে রয়েছে ৩জন এরমধ্যে ১জন মারা গেছেন। পৌরসভায় রয়েছে ১জন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সোনারগাঁ থেকে ১২৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ২৯জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ২জন মারা গেছেন।