নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আজ একদিনে আরো ৩৯ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী আজ মঙ্গলবার সকালে পাওয়া তথ্যে ৬০ জনের নমুনা পরিক্ষা করে ৩৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় ৬৫ শতাংশ।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাবরিনা হক জানান, আজ ২৬ জানুয়ারী মঙ্গলবার সকালে পাওয়া তথ্যানুযায়ী ৬০ জনের নমুনা পরিক্ষা করে ১২জন মহিলা ও ২৭ জন পুরুষের দেহে করোনা সনাক্ত হয়েছে।
বর্তমানে সোনারগাঁয়ে করোনা রোগী সনাক্তের সংখ্যা ২৮৩০ জন, সুস্থ হয়েছেন ২৫৯৮জন মারা গেছেন ৬৮ জন।
নিস্মে স্বাস্থ্য কমপ্লক্সের তথ্য নিম্নে দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ৬০ জনের ফলাফল অনুযায়ী ৩৯ জন COVID-19 পজিটিভ ও ২১ জন নেগেটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্য :-
২ জন প্রাপ্তবয়স্কা মহিলা ও ২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাঁচপুর, কাঁচপুর।
২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নিউ টাউন, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা ও ১ জন ছেলে শিশু – সূচেরগাঁও, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হাড়িয়া, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সোনাপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাজীরগাঁও, শম্ভুপুরা।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মৃধাকান্দি, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মশুরাকান্দি, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ঝাউচর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – গোয়ালদী, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বেহাকৈর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – চান্দের চক, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মোগরাপাড়া, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – দৈলেরবাগ, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কাঁচপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নিউ টাউন, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হাতকোপা, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা ও ১ জন ছেলে শিশু – কৃষ্ণপুরা, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – চান্দের পাড়া, বারদী।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – আনন্দ বাজার, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বারদী, বারদী।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দত্তপাড়া, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সাত ভাইয়া পাড়া, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মঙ্গলেরগাঁও, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – এলাহীনগর, শম্ভুপুরা।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বাংলা বাজার, সনমান্দী।
৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কুতুবপুর, কাঁচপুর।
২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নিউ টাউন, পিরোজপুর।
➖ নেগেটিভের তালিকা : –
১. কেয়া, ২৭ বছর
কাঁচপুর, কাঁচপুর।
২. হাওয়া, ৪২ বছর
কাবিলগঞ্জ, মোগরাপাড়া।
৩. নূর বানু, ৬০ বছর
কোরবানপুর, পিরোজপুর।
৪. রায়হান, ৪ বছর
সূচেরগাঁও, মোগরাপাড়া।
৫. আক্তার, ২৬ বছর
দুধঘাটা, পিরোজপুর।
৬. আরিফুল, ৩২ বছর
রাইজদিয়া, আমিনপুর।
৭. মইজুল হোসেন, ২২ বছর
আনন্দ বাজার, বৈদ্যের বাজার।
৮. মানিক, ১৯ বছর
দুধঘাটা, পিরোজপুর।
৯. জুয়েল উদ্দিন, ২৬ বছর
নিউ টাউন, পিরোজপুর।
১০. সাইফুল ইসলাম, ২২ বছর
কাঁচপুর, কাঁচপুর।
১১. সাঈদ হোসেন, ৩৪ বছর
হোসেনপুর, শম্ভুপুরা।
১২. মাসুদ, ৫৪ বছর
আদমপুর, আমিনপুর।
১৩. হোসেন, ৫৪ বছর
চৌরাপাড়া, নোয়াগাঁও।
১৪. হানিফা, ৬০ বছর
রাইজদিয়া, আমিনপুর।
১৫. সুইটি, ২৪ বছর
যাত্রামুড়া, তারাব, রূপগঞ্জ।
১৬. এমরান, ৩০ বছর
নিউ টাউন, পিরোজপুর।
১৭. গুলজার, ৪৫ বছর
কুতুবপুর, কাঁচপুর।
১৮. শাহিনুর, ৩৫ বছর
ফতেহপুর, সনমান্দী।
১৯. নীলুফা, ৩২ বছর
গোয়ালদী, আমিনপুর।
২০. মকবুল, ৩২ বছর
জৈনপুর, পিরোজপুর।
২১. খাদিজা, ২৮ বছর
কাঁচপুর, কাঁচপুর।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ২৮৩০ জন (মৃত্যু-৬৮ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ২৫৯৮ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।