সোনারগাঁয়ে আরো ১১ জনের দেহে করোনা সংক্রমন পাওয়া গেছে। তাদের মধ্যে ৬ :জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ৪ প্রাপ্ত বয়স্ক মহিলা ও একজন শিশু রয়েছেন। এ নিয়ে সোনারগাঁয়ে ১৪১জন করোনায় আক্রান্ত হয়েছেন।
মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় ১জন, কাঁচপুরে ২ জন পুরুষ ২জন মহিলা, সনমান্দি বাংলাবাজার ১জন, পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর ২জন, মনাইকান্দি একজন মেয়ে শিশু ও ১জন মহিলা ও সোনারগাঁ থানার ১জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা। শনিবার রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, আজ ৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১১ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও নারী ও ২ বছরের মেয়ে শিশু রয়েছে।
এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ১৪১ জন, সুস্থ হয়েছেন ৪৬ জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ৪ জন।
তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁও থেকে ৬৮১ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ১৪১ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ৪৬ জন সুস্থ হয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত ৫১জনের ফলাফল অনুযায়ী ১১জন COVID-19 পজিটিভ এবং ৪০জন নেগেটিভ এসেছে।
১১জন পজেটিভের মধ্যে
৬জন প্রাপ্তবয়ষ্ক পুরুষ, ৪জন প্রাপ্তবয়ষ্ক মহিলা এবং ১জন মেয়ে শিশু(২বছর) রয়েছে।
১জন পুরুষ- বাড়িমজলিশ, মোগরাপাড়া।
২জন পুরুষ- সোনাপুর,কাচপুর।
২জন মহিলা-সোনাপুর,কাচপুর।
১জন পুরুষ- বাংলাবাজার,সনমান্দি।
১জন পুরুষ- আষাড়িয়ারচর, পিরোজপুর।
১জন মহিলা- আষাড়িয়ারচর, পিরোজপুর।
১জন পুরুষ- সোনারগাঁ থানা।
১জন মেয়ে শিশু(২বছর) – মনাইরকান্দি,পিরোজপুর।
১জন মহিলা- মনাইরকান্দি, পিরোজপুর।
নেগেটিভের তালিকাঃ
১. সুমন হোসাইন,৩৫বছর
সোনাপুর,কাচপুর।
২. জালাল,৪০বছর
চরকিশোরগঞ্জ,শম্ভুপুরা।
৩. হাসনাবেগম,৫০বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৪. আসমা,২২বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৫. আবির হোসেন,৪বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৬. মোঃ হাসিব,১৮বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৭. তৌহিদ,২০বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৮. ইয়াছমিন,৫০বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৯. ইমু,২৫বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১০.রাজিব,২৭বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
১১. আরজুদা,৫৫বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
১২. শফিউল আলম,৪০বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
১৩. মনোয়ারা,২৯বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
১৪. উদয়,১০বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
১৫. ইভা আক্তার,৮বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
১৬. মোঃ জামাল,৪০বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
১৭. সুমাইয়া,১৬বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
১৮. মোঃ জাহিদ,১১বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
১৯. মরিয়ম,৬০বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
২০. আনিসুর রহমান, ৪৫বছর
ভাটিবন্দর,পিরোজপুর।
২১. মুক্তি,৩৫বছর
ভাটিবন্দর,পিরোজপুর।
২২. রাবেয়া,২০বছর
ভাটিবন্দর,পিরোজপুর।
২৩. আফ্রিদি,১৪বছর
ভাটিবন্দর,পিরোজপুর।
২৪. আরিফা,১০বছর
ভাটিবন্দর,পিরোজপুর।
২৫. মোঃ মনিরুজ্জামান(ওসি)৪৪বছর
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
২৬. কামরুল ইসলাম(কন্সটেবল),৪০বছর
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
২৭. রুস্তম আলী(এস আই), ৪৪বছর
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
২৮. আব্দুল-আল-মামুন(এস আই),৪২বছর
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
২৯. পংকজ সরকার(এস আই),৩৪বছর
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
৩০. মোঃ কামাল উদ্দিন,৫২বছর
সোনালী ব্যাংক,সোনারগাঁ।
৩১. মোখলেছুর রহমান,২৯বছর
সোনালী ব্যাংক,সোনারগাঁ।
৩২. মাহিন,৪বছর
আষাড়িয়ারচর পল্লি বিদ্যুৎ অফিস,পিরোজপুর।
৩৩. মোঃ আব্বাস উদ্দিন,৪৫বছর
আষাড়িয়ারচর পল্লি বিদ্যুৎ অফিস,পিরোজপুর।
৩৪. মনোয়ার হোসেন,২৫বছর
আষাড়িয়ারচর পল্লি বিদ্যুৎ অফিস,পিরোজপুর।
৩৫. আবুল কাশেম,৪৫বছর
আষাড়িয়ারচর পল্লি বিদ্যুৎ অফিস,পিরোজপুর।
৩৬.মোঃ আমজাদ হোসেন,২৯বছর
আলবারাকা ইসলামি ব্যাংক,নোয়াপুর শাখা,সাদিপুর,সোনারগাঁ।
৩৭. আঃ রউফ,২৪বছর
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
৩৮. মোঃ মিজান,৩৮বছর
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
৩৯.মোঃ শিমুল মোল্লা,২৬বছর
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
৪০. ইসমাইল হোসেন,৩০বছর
আবুল খায়ের গ্রুপ,পুরানবাজার,মোগরাপাড়া।
সর্বমোট COVID-19 পজিটিভ রোগীঃ ১৩৭জন
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু-৪জন
সর্বমোট সুস্থতা লাভ করেছেন-৪৬ জন
সবাই ঘরে থাকুন,সুস্থ থাকুন,মানবিক আচরণ করুন।
কিছু ফলাফল পেন্ডিং আছে,পাওয়া মাত্রই আপডেট দেয়া হবে,সংগেই থাকুন।