• রাত ১:১৫ মিনিট শুক্রবার
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সংস্কারপন্থী ও লুটেরাদের জায়গা সোনারগাঁয়ে হবে না : মান্নান জামিনে মুক্ত হলেন সোনারগাঁ থানা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া সুতা ভর্তি কন্টেইনাল সোনারগাঁয়ে উদ্ধার সোনারগাঁয়ে ইউপিতে যারা প্যানেল চেয়ারম্যান হলেন চেয়ারম্যানদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক সেনা বাহিনীর হাতে থানা বিএনপি যুগ্ন-সম্পাদক আটক ছাত্র সমন্বয়কদের গনিত অলিম্পিয়াড সেজন-১ পুরস্কার বিতরন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল খালেদা জিয়াসহ নেতাকর্মীদের সুস্থতা কামনায় বিএনপির দোয়া সোনারগাঁয়ে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ  সাংবাদিক ইউসুফ আলীর মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতি পুলিশের সহায়তা পায়নি ভুক্তভোগী সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতি সোনারগাঁয়ে অবৈধ গ্যাস বিচ্ছিন্নকালে তিতাস কর্মচারীদের উপর হামলা সোনারগাঁয়ে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান সোনারগাঁয়ে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে নারীকে বাড়ি থেকে উচ্ছেদ আগামীকাল উপজেলার যেসব স্থানে বিদ্যুৎ বন্ধ থাকবে সোনারগাঁয়ে আঃলীগ নেতার আয়োজিত টুর্নামেন্টে স্পন্সর বিএনপি নেতা আপেল
সোনারগাঁয়ে আরো ১১ জনের দেহে করোনা সনাক্ত, মৃত্যু ১

সোনারগাঁয়ে আরো ১১ জনের দেহে করোনা সনাক্ত, মৃত্যু ১

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে  ৫১ জনের নমুনা পরিক্ষা করে আজ  (০৭-০৬-২০২০ খ্রি:) রবিবার ১১ জনের দেহে করোনা সংক্রমন পাওয়া গেছে।  তাদের মধ্যে ৪ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ,  ৭জন মহিলা।

এ নিয়ে সোনারগাঁয়ে ২৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০০ জন, মৃত্যু বরণ করেছেন ১৪জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৯১জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা রবিবার সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ ৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১১ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক  পুরুষ ৪ জন ও ৭ জন মহিলা। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৯১জন

তথ্য অনুযায়ী সোনারগাঁ পৌরসভায় ৪ জন, কাচঁপুর ইউনিয়নে ২জন, মোগরাপাড়া ইউনিয়নে ২জন, পিরোজপুর ইউনিয়নে ২জন ও নোয়াগাঁও ইউনিয়নে ১জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পুরুষ স্বাস্থ্যকর্মী, সোনারগাঁও পৌরসভার বানীনাথপুর গ্রামে একজন পুরুষ, দত্তপাড়া গ্রামে একজন মহিলা ও কৃষ্ণপুরা গ্রামে একজন মহিলা, কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে একজন পুরুষ ও খানবাড়ী গ্রামে একজন মহিলা, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী চিনিষ গ্রামে একজন পুরুষ ও হাবিবপুর গ্রামে একজন মহিলা, পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে একজন মহিলা ও আষাঢ়িয়ারচর গ্রামে একজন মহিলা, নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া গ্রামে একজন পুরুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।

এছাড়া পিরোজপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের ৪০ বছর বয়সী একজন পুরুষ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ৩ মে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা দিয়ে ছিলেন।

সোনারগাঁয়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৯১জন। মৃত্যু বরন করেছেন ১৪ জন, সুস্থ হয়েছেন ১০০জন।

তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ১১৯৫ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ২৯১ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৪জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ১০০জন সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগগের তথ্য নিম্মে দেয়া হলো:

সর্বশেষ প্রাপ্ত ৫১জনের ফলাফল অনুযায়ী ১১জন COVID-19 পজিটিভ এবং ৪০জন নেগেটিভ এসেছে।
১১জন পজেটিভের মধ্যেঃ
৪জন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং ৭জন প্রাপ্তবয়স্ক মহিলা রয়েছেন।
১জন পুরুষ- সোনাপুর, কাচপুর।
১জন মহিলা- খানবাড়ি,কাচপুর।
১জন পুরুষ- চৌড়াপারা, নোয়াগাঁও।
১জন পুরুষ- বানিনাথপুর, আমিনপুর।
১জন পুরুষ- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সোনারগাঁ।
১জন মহিলা- দত্তপাড়া, আমিনপুর।
১জন মহিলা- কৃষ্ণপুরা,আমিনপুর।
১জন পুরুষ- বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১জন মহিলা- হাবিবপুর, মোগরাপাড়া।
১জন মহিলা-চেংগাকান্দি,পিরোজপুর।
১জন মহিলা- আষাড়িয়ারচর, পিরোজপুর।
নেগেটিভের তালিকাঃ
১. ময়না,৩০বছর
জাইদারগাঁও, সনমান্দি।
২. অন্তু,১৭বছর
জাইদারগাঁও, সনমান্দি।
৩. তামান্না,৪বছর
জাইদারগাঁও, সনমান্দি।
৪. জাহাংগীর, ৪০বছর
জাইদারগাঁও, সনমান্দি।
৫. জেসমিন, ২৮বছর
জাইদারগাঁও, সনমান্দি।
৬. ইকবাল,২৪বছর
দড়িকান্দি, সনমান্দি।
৭. সিরাজ,৬৫বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৮. ইসরাফিল, ৩০বছর
সনমান্দি, সনমান্দি।
৯. মোঃ মামুন,৩২বছর
সাহাপুর,আমিনপুর।
১০. মেহেদি হাসান,৩২বছর
সাহাপুর, আমিনপুর।
১১. তোফাজ্জল হোসেন,৬৮বছর
নয়াপুর, সাদিপুর।
১২. মাহফুজুল আলম,৪৫বছর
দৈলেরবাগ পল্লীবিদ্যুৎ অফিস,আমিনপুর।
১৩. সিয়াম,২৫ বছর
দিঘীরপার, আমিনপুর।
১৪. মোঃ নাসির উদ্দিন,৫৪বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সোনারগাঁ।
১৫. সান্তনা বেগম,২২বছর
পল্লীবিদ্যুৎ অফিস,হাতকোপা।
১৬. হাজী আ. সামাদ,৭৫বছর
দৈলরদি, বারদি।
১৭. মোঃ সুলতান মাহমুদ, ২৮বছর
নানাখি, সাদিপুর।
১৮. আমিরুল ইসলাম,৫২বছর
বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর।
১৯. ডাঃ আহসানউল্লাহ, ৩৪বছর
মা হাসপাতাল,মদনপুর, বন্দর।
২০. সুফিয়া আক্তার,২৬বছর
বিষ্ণুপুরা,সাদিপুর।
২১. আ. কাদির,৬৫বছর
দরপত,আমিনপুর।
২২. আ. মতিন,৫৭বছর
মান্দারপাড়া, বারদি।
২৩. প্রবীর কুমার রায়,৪৩বছর
দৈলেরবাগ পল্লীবিদ্যুৎ অফিস,আমিনপুর।
২৪. আল-আমিন,৩৪বছর
তাতুয়াকান্দি সি সি,পিরোজপুর।
২৫. আ. মমিন,৩৭ constable
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
২৬. আবদুল্লাহ,৩৫বছর
জনতা ব্যাংক,উদ্ধবগঞ্জ, আমিনপুর।
২৭. মোনেম খন্দকার,৪৩বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
২৮. আলমগীর, ৫০বছর
চিলারবাগ,আমিনপুর।
২৯. ফরিদা ইয়াসমিন, ৫০বছর
ভৈরবদি, মোগরাপাড়া।
৩০. মোঃ মোখলেছুর রহমান,৩৮বছর
দৈলেরবাগ পল্লীবিদ্যুৎ অফিস,সোনারগাঁ।
৩১. মোঃ রুবেল,২৭বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৩২. দেলোয়ারা,৫৩বছর
ভট্টপুর,আমিনপুর।
৩৩. হাসিনা বেগম,৬০বছর
চরলাল,সনমান্দি।
৩৪. জিয়াউল,২৪বছর
যাত্রামুড়া,কাচপুর।
৩৫. রাশেদ,২২বছর
জৈনপুর, পিরোজপুর।
৩৬. জাকিয়া,৩৯বছর SSN
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
৩৭. মোশারফ হোসেন,২৮বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৩৮. সলিমুল হক,৩০বছর SI
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
৩৯. আশিক ইমরান,৩১বছর SI
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
৪০. ডাঃ সুরাইয়া শারমিন আঞ্জুম,৩৩বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
মৃত্যুর তথ্যঃ
** ১জন পুরুষ (৪০বছর, নাগেরগাঁও, পিরোজপুর) অত্র উপজেলা হাসপাতালে ৩০.০৫.২০২০ তারিখ স্যাম্পল দেন ও COVID-19 পজিটিভ হয়ে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ০৬.০৬.২০২০ তারিখে মারা যান।
সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ২৭৭জন
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু- ১৪জন
সর্বমোট সুস্থতা লাভ করেছেন- ১০০জন
সবাই ঘরে থাকুন,সুস্থ থাকুন,মানবিক আচরণ করুন।


Logo