নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ৬ জনের নমুনা পরিক্ষা করে ২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আজ ১৩ ডিসেম্বর সোমবার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছে।
ডা: পলাশ কুমার সাহা জানান, আজ সোমবার পাওয়া তথ্যানুযায়ী ৬ জনের নমুনায় বৈদ্যেরবাজার ও মোগরাপাড়া ইউনিয়নে ১জন মহিলা ও ১ জন পুরুষের দেহে করোনা সনাক্ত হয়েছে।
বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৬৬১ জন, সুস্থ হয়েছেন ২৫৮৯জন সুস্থ হয়েছেন ৬৮ জন।
নিম্মে স্বাস্থ্য বিভাগের তথ্য নিচে দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ১২ জনের ফলাফল অনুযায়ী ৩ জন COVID-19 পজিটিভ ও ৯ জন নেগেটিভ এসেছে।
সর্বশেষ প্রাপ্ত ৬ জনের ফলাফল অনুযায়ী ২ জন COVID-19 পজিটিভ ও ৪ জন নেগেটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্য : –
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – খংসারদী, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – রহমতপুর, মোগরাপাড়া।
➖ নেগেটিভের তালিকা : –
১. আবুল হোসেন, ৬৫ বছর
চৌধুরীরগাঁও, শম্ভুপুরা।
২. সেলিম, ৪৯ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৩. আশরাফ উদ্দিন, ৩৫ বছর
জাঙ্গাল, সনমান্দী।
৪. নাজির হোসেন, ২২ বছর
ঝাউচর, পিরোজপুর।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী – ২৬৬১ জন (মৃত্যু-৬৮ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন– ২৫৮৯ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।