নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (১৭ নভেম্বর) মঙ্গলবার ১৬ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা শতকরা ১৬.৭৫ শতাংশ। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ৬১৬ জন, মোট মৃত্যবরণ করেছেন ২৩ জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ১৬ জনের নমুনার রির্পোটে ৩ দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৬৬৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬১৬ জন, মোট মৃত্যুবরণ করছেন ২৩ জন।
তার দেয়া তথ্য অনুযায়ী পৌরসভার খাসনগর দিঘিরপাড়া ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও হাতকোপা ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা, এবং মোগরাপাড়া ইউনিয়নের ভৈরবদী গ্রামের ১ জন পুরুষ কোভিট-১৯ আক্রান্ত হয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২৯৫৯ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৬৬৭ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৬১৬ জন সুস্থ হয়েছেন।
নিম্নে স্বাস্থ্য বিভাগের তথ্য নিম্নে দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ১৬ জনের ফলাফল অনুযায়ী ৩ জন COVID-19 পজিটিভ ও ১৩ জন COVID-19 নেগেটিভ এসেছে।

পজিটিভের তথ্যঃ ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভৈরবদী, মোগরাপাড়া । ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – খাসনগর দিঘীর পাড়, আমিনপুর। ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা -হাতকোপা, আমিনপুর।

নেগেটিভের তালিকাঃ ১. সুমাইল, ২১ বছর ভট্টপুর, আমিনপুর। ২. রাশিদা খাতুন, ৫৫ বছর ভট্টপুর, আমিনপুর। ৩. জাহিদ, ৩৩ বছর ভট্টপুর, আমিনপুর। ৪. বাবুল, ৩৮ বছর আষাঢ়িয়ার চর, পিরোজপুর। ৫. রানা, ২৪ বছর আষাঢ়িয়ার চর, পিরোজপুর। ৬. আলমগীর, ৫০ বছর আষাঢ়িয়ার চর, পিরোজপুর। ৭. মোফাজ্জল, ৩০ বছর আষাঢ়িয়ার চর, পিরোজপুর। ৮. মাসুম, ৩৩ বছর দড়িকান্দি, সনমান্দী। ৯. আসাদুজ্জামান, ৫২ বছর আলগীর চর, বারদী। ১০. শহিদুল, ৩২ বছর লাদুর চর, নোয়াগাঁও। ১১. লিমা, ২০ বছর জৈনপুর, পিরোজপুর। ১২. শাহনাজ, ৪০ বছর জৈনপুর, পিরোজপুর। ১৩. সজীব, ২৮ বছর ঋষিপাড়া, মোগরাপাড়া।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৬৬৭ জন (মৃত্যু-২৩ জন) অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৬১৬ জন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।