নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (১৪ ডিসেম্বর) সোমবার ২০ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ৫ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা শতকরা ২৫ শতাংশ। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪০জন। মোট সুস্থ হয়েছে ৬৫৩ জন, মোট মৃত্যু করেছেন ২৩ জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ২০ জনের নমুনার রির্পোটে ৫ জনের দেহে করোনা সনাক্ত হয়েছ। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৭৪০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৫৩ জন, মোট মৃত্যুবরণ করছেন ২৩ জন।
তার দেয়া তথ্যমতে, পিরোজপুর নিউটাউন এলাকায় ৩ জন পুরুষ, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিশ ১জন পুরুষ ও সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামে ১ জন পুরুষের দেহে কোভিট ১৯ সনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ৩৫৭০ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৭৪০ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৬৫৩ জন সুস্থ হয়েছেন।
নিম্নে স্বাস্থ্য বিভাগের তথ্য নিম্নে দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ২০ জনের ফলাফল অনুযায়ী ৫ জন COVID-19 পজিটিভ ও ১৫ জন নেগেটিভ এসেছে।
পজিটিভের তথ্য : – ৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নিউ টাউন, পিরোজপুর। ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বাড়ী মজলিশ, মোগরাপাড়া। ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সাদীপুর, সাদীপুর।
নেগেটিভের তালিকা : – ১. আব্দুর রহিম, ৩৫ বছর নিউ টাউন, পিরোজপুর। ২. মনিরুল ইসলাম, ৩২ বছর বড়নগর, মোগরাপাড়া। ৩. আবুল কাশেম, ৪২ বছর নিউ টাউন, পিরোজপুর। ৪. ময়না, ২৮ বছর সারুলিয়া, ডেমরা, ঢাকা। ৫. আব্দুল হাকিম, ৬৪ বছর সনমান্দী, সনমান্দী। ৬. মোঃ আউয়াল গাজী, ৬০ বছর দত্তপাড়া, আমিনপুর। ৭. সুমন, ৩৮ বছর পিরোজপুর, পিরোজপুর। ৮. আল-মামুন, ৩৮ বছর নিউ টাউন, পিরোজপুর। ৯. হাসান, ২০ বছর গজারিয়া, মুন্সীগঞ্জ। ১০. লিমন, ২২ বছর মিজমিজি, নাসিক, নারায়ণগঞ্জ। ১১. ফয়সাল, ২৮ বছর নিউ টাউন, পিরোজপুর। ১২. রবিউল করিম, ৪৯ বছর নিউ টাউন, পিরোজপুর। ১৩. আলফাজ, ৪৩ বছর চৌরাস্তা, মোগরাপাড়া। ১৪. বিলকিস, ৩২ বছর হাতকোপা, আমিনপুর। ১৫. নূর-এ-আলম, ৩৪ বছর নিউ টাউন, পিরোজপুর।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৭৪০ জন (মৃত্যু-২৩ জন) অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৬৫৩ জন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।