সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাবরিনা হক জানান, আজ ২৫ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে পাওয়া তথ্যানুযায়ী ২৬ জনের নমুনা পরিক্ষা করে ২ জন মহিলা ও ৩ জন পুরুষের দেহে করোনা সনাক্ত হয়েছে। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন।
বর্তমানে সোনারগাঁয়ে করোনা রোগী সনাক্তের সংখ্যা ৩০৯৩ জন, সুস্থ হয়েছেন ৩০১২ মারা গেছেন ৬৯ জন।
নিম্নে স্বাস্থ্য কমপ্লক্সের তথ্য নিম্নে দেয়া হলো : সর্বশেষ প্রাপ্ত ২৬ জনের ফলাফল অনুযায়ী ৫ জন COVID-19 পজিটিভ ও ২১ জন নেগেটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্য : –
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – গোয়ালদী, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিঃ, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভবনাথপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ওলিপুরা, সনমান্দী।
➖ নেগেটিভের তালিকা : –
১. নূর ইসলাম, ৪৪ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
২. আনোয়ারা, ৬৫ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৩. মুসা, ২৮ বছর
তাতুয়াকান্দি, পিরোজপুর।
৪. ফরিদা, ৫০ বছর
হলদাবাড়ী, সাদীপুর।
৫. শিরিনা, ৪৫ বছর
পিরোজপুর, পিরোজপুর।
৬. মাসুদ রানা, ২৬ বছর
মেঘনা ঘাট, পিরোজপুর।
৭. শিরীন, ৪০ বছর
পিরোজপুর, পিরোজপুর।
৮. শাহিদা, ৪৫ বছর
পিরোজপুর, পিরোজপুর।
৯. জাহিদ, ২৬ বছর
চৌরাপাড়া, নোয়াগাঁও।
১০. সজীব, ২৫ বছর
পিরোজপুর, পিরোজপুর।
১১. এহসান, ৪৩ বছর
মদনপুর, বন্দর।
১২. সোলাইমান, ৫০ বছর
ষোলপাড়া, মোগরাপাড়া।
১৩. শ্যামলী, ২৬ বছর
কাঁচপুর, কাঁচপুর।
১৪. আকাশ, ২৭ বছর
কাঁচপুর, কাঁচপুর।
১৫. সিফাত, ২৮ বছর
নিউ টাউন, পিরোজপুর।
১৬. মাহফুজ, ২৪ বছর
নিউ টাউন, পিরোজপুর।
১৭. ববিতা, ৪০ বছর
পিরোজপুর, পিরোজপুর।
১৮. মুক্তা, ৪০ বছর
চর শফিকা, মোগরাপাড়া।
১৯. হাফেজা, ৪৫ বছর
নয়ামাটি, আমিনপুর।
২০. মেহেদী, ২১ বছর
তাতুয়াকান্দি, পিরোজপুর।
২১. আব্দুল খালেক, ৬৮ বছর
দৈলেরবাগ, আমিনপুর।
*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ১০ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৩ জন সুস্থতা লাভ করেছেন:-
১. মোঃ কাটুম শিকদার, ২৭ বছর
নানাখী, সাদীপুর।
২. মোহাম্মদ নাসির উদ্দিন, ৩৪ বছর
শাহচিল্লাহপুর, মোগরাপাড়া।
৩. জাকির হোসেন, ৪৩ বছর
কাজীরগাঁও, শম্ভুপুরা।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী – ৩০৯৩ জন (মৃত্যু-৬৯ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন– ৩০১২ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।