নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আজও ১০১ জনের নমুনা পরিক্ষ করে ৩৯ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। নতুন করে সুস্থতা লাভ করেছেন ২২ জন। এছাড়া মৃত্যুবরণ করছেন ১ জন। সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
যা নমুনা সংগ্রহের তুলনায় সনাক্তের হার ৩৮ শতাংশ।
তিনি জানান, সোমবার দুপুরে পাওয়া তথ্যনুযায়ী ১০১ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করে ৩৯ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। একই দিনে নতুন করে সুস্থ হয়েছেন ২২ জন। এছাড়া বৈদ্যেরবাজার বাজার হাড়িয়া এলাকায় ৫২ বছর বয়সী এক নারী মৃত্যুবরন করেছেন। একদিনে নতুন করে একদিনে আক্রান্তরা হলেন, ৪ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ২ জন প্রাপ্তবয়স্কা মহিলা – গোয়ালদি, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সনমান্দী, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – মহজমপুর, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাড়িয়া, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – পৌর ভবনাথপুর, আমিনপুর।
৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ঝাউচর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ললাটি, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বড় সাদীপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – রায়পুর, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ভাটিরচর, সনমান্দি।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সোনাখালী, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – চিলারবাগ, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – রামগোবিন্দেরগাঁও, শম্ভুপুরা।
২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – নিউটাউন, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ঈমানেরকান্দি, সনমান্দি।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – প্রতাপের চর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – আষাঢ়িয়ারচর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সাহাপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বুরুমদী, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বাড়ী চিনিশ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – জিয়ানগর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ছনপাড়া, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – তাজপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হামসাদী, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – পাকুন্দা, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ফতেহপুর, শম্ভুপুরা।
বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৪৯ সুস্থ হয়েছেন ১৬৩৫ জন এছাড়া মোট মৃত্যুবরন করেছেন ৪৯ জন।
নিম্মে স্বাস্থ্য বিভাগের তথ্য দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ১০১ জনের ফলাফল অনুযায়ী ৩৯ জন COVID-19 পজিটিভ ও ৬২ জন নেগেটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্য : –
৪ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ২ জন প্রাপ্তবয়স্কা মহিলা – গোয়ালদি, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সনমান্দী, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – মহজমপুর, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাড়িয়া, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – পৌর ভবনাথপুর, আমিনপুর।
৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ঝাউচর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ললাটি, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বড় সাদীপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – রায়পুর, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ভাটিরচর, সনমান্দি।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সোনাখালী, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – চিলারবাগ, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – রামগোবিন্দেরগাঁও, শম্ভুপুরা।
২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – নিউটাউন, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ঈমানেরকান্দি, সনমান্দি।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – প্রতাপের চর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – আষাঢ়িয়ারচর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সাহাপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বুরুমদী, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বাড়ী চিনিশ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – জিয়ানগর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ছনপাড়া, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – তাজপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হামসাদী, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – পাকুন্দা, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ফতেহপুর, শম্ভুপুরা।
➖ নেগেটিভের তালিকা :-
১. সুমাইয়া,১৬ বছর
নয়াবাড়ি, কাঁচপুর।
২. নেয়ামত উল্লাহ মিশুক,৩৩ বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৩. অরপা,২০ বছর
হালুয়াপাড়া,বন্দর।
৪. আসমা,৪২ বছর
হালুয়াপাড়া, বন্দর।
৫. আনিক,১৮ বছর
হালুয়াপাড়া, বন্দর।
৬. জব্বার,৫৪ বছর
হালুয়াপাড়া, বন্দর।
৭. শামিমা,৪৪ বছর
গাবতলি, বৈদ্যেরবাজার।
৮. সাদ্দাম,২৯ বছর
নাগেরগাঁও, পিরোজপুর।
৯. নাজমুল, ২৭ বছর
লষ্করদি, গজারিয়া, মুন্সীগঞ্জ।
১০. হালিমা,২৮ বছর
নয়াপুর, সাদিপুর।
১১. মোঃ মোকসেদ আলম,৫৫ বছর
গোয়ালদি, আমিনপুর।
১২. মিজানুর,২৮ বছর
নাগেরগাঁও, পিরোজপুর।
১৩. রাসেল,৩২ বছর
পিরোজপুর, পিরোজপুর।
১৪. জাকিয়া,২৫ বছর
কামারগাঁও, মোগরাপাড়া।
১৫. আসগর,৪০ বছর
কাঁচপুর, কাঁচপুর।
১৬. ইউসুফ আলী,৬৫ বছর
কাঁচপুর, কাঁচপুর।
১৭. আবুল কালাম,৪৫ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
১৮. আমির,৪০ বছর
হোসেনপুর, শম্ভুপুরা।
১৯. সোলায়মান, ৫৬ বছর
বাড়ি শ্রীরামপুর, আমিনপুর।
২০. সুরাইয়া,৫২ বছর
বাড়ি শ্রীরামপুর, আমিনপুর।
২১. সাঈদ,২১ বছর
হাতকোপা, আমিনপুর।
২২. আবু বক্কর,২৪ বছর
গোয়ালদি, আমিনপুর।
২৩. নিশিত,২৮ বছর
বন্দর।
২৪. রুবেল,২৯ বছর
আমিনপুর, আমিনপুর।
২৫. রনি,৩০ বছর
হাতকোপা, আমিনপুর।
২৬. সালাহউদ্দিন, ৩০ বছর
হাতকোপা,আমিনপুর।
২৭. শারমিন,২৫ বছর
সনমান্দি, সনমান্দি।
২৮. লিমা,২০ বছর
গোপেরবাগ, সনমান্দি।
২৯. নুরুন্নাহার,৪৬ বছর
গোপেরবাগ, সনমান্দি।
৩০. মনির,৪০ বছর
ঝাউচর, পিরোজপুর।
৩১. হানিফা,৩৩ বছর
ভবনাথপুর, পিরোজপুর।
৩২. জাকির,৩৬ বছর
নিউটাউন, পিরোজপুর।
৩৩. মোস্তফা,৩১ বছর
নিউটাউন, পিরোজপুর।
৩৪. সালেহ আহমেদ,৬০ বছর
আনন্দবাজার, বৈদ্যেরবাজার।
৩৫. সঞ্জিত,৩৯ বছর
নিউটাউন, পিরোজপুর।
৩৬. মাঈনুদ্দিন, ৩৮ বছর
গংগানগর, পিরোজপুর।
৩৭. হজরত আলী,৩৫ বছর
নিউটাউন, পিরোজপুর।
৩৮. ফরহাদ,৪৮ বছর
নিউটাউন,পিরোজপুর।
৩৯. শাহীনুর, ৩৮ বছর
বাবরকপুর, মোগরাপাড়া।
৪০. শারমিন, ২৮ বছর
পৌরভবনাথপুর, আমিনপুর।
৪১. রাব্বি,১৯ বছর
ললাটি,কাঁচপুর।
৪২. রাসেল,২৭ বছর
নিউটাউন, পিরোজপুর।
৪৩. আল আমিন,২৭ বছর
দমদমা, মোগরাপাড়া।
৪৪. তন্বী,১৮ বছর
মদনপুর, বন্দর।
৪৫. খাদিজা,৩২ বছর
চৌধুরীগাঁও, শম্ভুপুরা।
৪৬. মনিরা,৩৫ বছর
জিয়ানগর, পিরোজপুর।
৪৭.লিপি,৩৫ বছর
জিয়ানগর, পিরোজপুর।
৪৮. এস এম তানভীর মারুফ,৩৮ বছর
চিলারবাগ, আমিনপুর।
৪৯. সজীব শেখ,৩০ বছর
নিউটাউন, পিরোজপুর।
৫০. সোহেল,৩৫ বছর
কদমতলি, জামপুর।
৫১. রফিকুল,৩৫ বছর
নিউটাউন, পিরোজপুর।
৫২. ইমন,৩২ বছর
মোগরাপাড়া, মোগরাপাড়া।
৫৩. নাহিদ,১৫ বছর
জাইদারগাও, সনমান্দি।
৫৪. কাজিম আলী,৫০ বছর
মৃধাকান্দি, পিরোজপুর।
৫৫. তাবসসুম,১৪ বছর
খামারগাঁও, বৈদ্যেরবাজার।
৫৬. সাদিয়া,১৪ বছর
খামারগাঁও, বৈদ্যেরবাজার।
৫৭. জুবায়ের,২৩ বছর
নিউটাউন, পিরোজপুর।
৫৮. অমর্ত্য বানু,৮৫ বছর
ফতেহপুর, সনমান্দি।
৫৯. জনি,২৬ বছর
ঝাউচর, পিরোজপুর।
৬০. সাবরিনা আক্তার প্রভা,২৭ বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৬১. তাপস,২৬ বছর
ঝাউচর, পিরোজপুর।
৬২. মিনা বেগম, ৪৬ বছর
কাঁচপুর, কাঁচপুর।
* কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৯ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ২২ জন সুস্থতা লাভ করেছেনঃ-
১. শাহিদা, ৪০ বছর
রতনপুর, পিরোজপুর।
২. মুনা, ২৫ বছর
নানাখী, সাদীপুর।
৩. মশিউর, ৫৬ বছর
উদ্ধবগঞ্জ, আমিনপুর।
৪. মোস্তফা, ৫৫ বছর
ছোট কৃষ্ণাদী, মোগরাপাড়া।
৫. মিথিলা, ২০ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৬. জুনায়েদ, ৩৫ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
৭. শরীফুল, ৩০ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৮. রাহিমা, ২২ বছর
কাজীরগাঁও, মোগরাপাড়া।
৯. আকাশ, ২৫ বছর
ঝাউচর, পিরোজপুর।
১০. মোঃ অনিক ইসলাম, ২৬ বছর
হোসেনপুর, শম্ভুপুরা।
১১. মাসুদা, ২০ বছর
ভবনাথপুর, আমিনপুর।
১২. ফয়সাল খান, ৩১ বছর
পুরান বাজার, কাঁচপুর।
১৩. শিরিনা আক্তার, ৪২ বছর
সাদীপুর, সাদীপুর।
১৪. ঈমাম হোসেন, ৪ বছর
দমদমা, মোগরাপাড়া।
১৫. মোঃ দোহা, ২৬ বছর
গোহাট্টা, মোগরাপাড়া।
১৬. মেহেরাজ, ২২ বছর
ইলিয়াসদী, মোগরাপাড়া।
১৭. শাহনাজ, ৫৫ বছর
যাত্রাবাড়ী, সনমান্দী।
১৮. মোঃ হোসেন, ৬০ বছর
দমদমা, মোগরাপাড়া।
১৯. আরিফুল, ২০ বছর
ঝাউচর, পিরোজপুর।
২০. সুমন, ৩৫ বছর
ঝাউচর, পিরোজপুর।
২১. মিতু, ২০ বছর
বাবরকপুর, মোগরাপাড়া।
২২. সিদ্দিক, ৬০ বছর
মান্দার পাড়া, বারদী।
***মৃত্যুর তথ্য :-
৫২ বছর বয়সী ১ জন মহিলা (হাড়িয়া, বৈদ্যের বাজার) ১২.০৭.২০২১ খ্রিঃ অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নমুনা প্রদান করেন এবং ১৪.০৭.২০২১ খ্রিঃ তারিখে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তাঁর ফলাফল COVID-19 পজিটিভ আসে। পরবর্তীতে তাঁকে ২৮.০৭.২০২১ খ্রিঃ তারিখে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ-এ ভর্তি করানো হয় এবং ৩০.০৭.২০২১ খ্রিঃ তারিখে দুপুর ১২.০০ টায় হাসপাতালেই মৃত্যুবরণ করেন।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী – ১৯৪৯ জন (মৃত্যু-৪৯ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন– ১৬৩৫ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।