নিউজ সোনারগাঁ টুৃযেন্টিফোর ডটকম: সোনার গাঁয়ে একদিনে ব্যবধানে করোনা রোগীর সংখ্যা বেড়েছে আড়াইগুন। গতকাল বুধবার করোনা রোগির সংখ্যা ছিল ৬৫ শতাংশ যা আজ বেড়ে ৬৭.৫ শতাংশ। আজ বৃহস্পতিবার সকালে ৪০ জনের নমুনা পরিক্ষা করে ২৭ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় ৬৭.৫ শতাংশ।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাবরিনা হক জানান, আজ ২৭ জানুয়ারী বৃহস্পতিবার সকালে পাওয়া তথ্যানুযায়ী ৪০ জনের নমুনা পরিক্ষা করে ১২জন মহিলা ও ১৫ জন পুরুষের দেহে করোনা সনাক্ত হয়েছে।
বর্তমানে সোনারগাঁয়ে করোনা রোগী সনাক্তের সংখ্যা ২৮৫৭ জন, সুস্থ হয়েছেন ২৫৯৮জন মারা গেছেন ৬৮ জন।
নিম্নে স্বাস্থ্য কমপ্লক্সের তথ্য নিম্নে দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ৪০ জনের ফলাফল অনুযায়ী ২৭ জন COVID-19 পজিটিভ ও ১৩ জন নেগেটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্য :-
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – আলগীর চর, বারদী।
২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নিউ টাউন, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সোনাপুর, কাঁচপুর।
২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নয়াপুর, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – রহমতপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ঝাউচর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সনমান্দী, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভবনাথপুর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – খামারগাঁও, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভট্টপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বড় চেঙ্গাইন, কাঁচপুর।
২ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কাঁচপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সূচেরগাঁও, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – আষাঢ়িয়ার চর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হরিগঞ্জ, বৈদ্যের বাজার।
৩ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাড়িয়া, বৈদ্যের বাজার।
২ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বেহাকৈর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কোরবানপুর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কুতুবপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – তালতলা, জামপুর।
➖ নেগেটিভের তালিকা : –
১. সাবিনা, ৩০ বছর
সোনাপুর, কাঁচপুর।
২. বিলাল সরকার, ৩৯ বছর
বাওরখোলা, মেঘনা, কুমিল্লা।
৩. ডাঃ জামিউর রহমান, ২৯ বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
৪. শিবলী, ২৯ বছর
ভবনাথপুর, আমিনপুর।
৫. চাঁদনী, ১৯ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
৬. রাসেল, ২৩ বছর
আষাঢ়িয়ার চর, পিরোজপুর।
৭. ডাঃ জাহানারা আক্তার, ৩০ বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
৮. জীবন, ২০ বছর
দুধঘাটা, পিরোজপুর।
৯. নূর নবী, ৩৭ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
১০. সাখিনা, ৩৫ বছর
পিরোজপুর, পিরোজপুর।
১১. আসাদা, ৫০ বছর
ভাগলপুর, মোগরাপাড়া।
১২. আব্দুল হালিম, ২৩ বছর
নিউ টাউন, পিরোজপুর।
১৩. ইলিয়াস, ২৮ বছর
মদনপুর, বন্দর।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ২৮৫৭ জন (মৃত্যু-৬৮ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ২৫৯৮ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।