• রাত ১১:৫২ মিনিট বৃহস্পতিবার
  • ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সনাতন ধর্ম্বালমীদের খাদ্য সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা দুর্গাপুজা উপলক্ষে মান্নানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন পুজা মন্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা প্রদান সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক ১ মাহমুদুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন চাঁদাবাজদের কড়া হুসেয়ারী দিলেন বিএনপি নেতা আতাউর রহমান রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মোল্লা বাদশার বিদাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৫০  সোনারগাঁয়ে শিক্ষা কর্মকর্তার দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে সংবর্ধনা বর্জনের ঘোষনা শিক্ষকদের সোনারগাঁয়ে ইউপি সদস্য গ্রেপ্তার সামাজিক সংগঠন “সোনারগাঁ নাগরিক সমাজ” এর পথচলা শুরু সংস্কারপন্থী ও লুটেরাদের জায়গা সোনারগাঁয়ে হবে না : মান্নান জামিনে মুক্ত হলেন সোনারগাঁ থানা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া সুতা ভর্তি কন্টেইনাল সোনারগাঁয়ে উদ্ধার সোনারগাঁয়ে ইউপিতে যারা প্যানেল চেয়ারম্যান হলেন চেয়ারম্যানদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক সেনা বাহিনীর হাতে থানা বিএনপি যুগ্ন-সম্পাদক আটক ছাত্র সমন্বয়কদের গনিত অলিম্পিয়াড সেজন-১ পুরস্কার বিতরন
সোনারগাঁয়ে একদিনে ৩ জনের দেহে করোনা সনাক্ত, সুস্থ ৫ মোট আক্রান্ত ৪৭৭

সোনারগাঁয়ে একদিনে ৩ জনের দেহে করোনা সনাক্ত, সুস্থ ৫ মোট আক্রান্ত ৪৭৭

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (২৩ জুলাই) বৃহস্পতিবার ১৫ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২০ শতাংশ।

এ নিয়ে সোনারগাঁয়ে ৪৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ৫ জন, মোট সুস্থ ৪২১ জন, মৃত্যু বরণ করেছেন ১৮ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩৮ জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বৃহস্পতিবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ১৫ জনের নমুনার রির্পোট পেয়েছি তার মধ্যে ২জন মহিলা ও ১ জন পুরুষসহ ৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৪৭৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪২১ জন, মৃত্যুবরণ করছেন ১৮ জন আর চিকিৎসা নিচ্ছেন ৩৮ জন।

তার দেয়া তথ্য মতে উপজেলার মোগরাপাড়া ব্র্যাক ছোট সাদিপুর  ১ পুরুষ, বড় নগর ১জন মহিলা ও শম্ভুপুরা দুর্গাপ্রসাদ এলাকায় ১জন মহিলার দেহে কোভিট ১৯ আক্রান্ত হয়েছেন।

তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২০৯০ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৪৭৭ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৪২১ জন সুস্থ হয়েছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য নিম্নে দেয়া হল: 

সর্বশেষ প্রাপ্ত ১৫ জনের ফলাফল অনুযায়ী ৩ জন COVID-19 পজিটিভ ও ১২ জন নেগেটিভ এসেছে।

➕ ৩ জন পজেটিভের মধ্যে ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ২ জন প্রাপ্তবয়স্কা মহিলা।

১ জন পুরুষ – ব্র্যাক, ছোট সাদীপুর, মোগরাপাড়া
১ জন মহিলা – দুর্গা প্রসাদ, শম্ভূপুরা।
১ জন মহিলা – বড়নগর, মোগরাপাড়া। (সহকারী স্বাস্থ্য পরিদর্শক)

➖ নেগেটিভের তালিকাঃ

১. মোঃ রেজা, ৩৬ বছর
রহিম স্টীল, কাঁচপুর।
২. মনির মোল্লা, ৩১ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
৩. ইমন আহমেদ, ৪২ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
৪. রাহিমা, ৪৬ বছর
ফতেহকান্দি, আমিনপুর।
৫. জাহাঙ্গীর আলম, ২৯ বছর
হোসেনপুর, শম্ভূপুরা।
৬. রোজিনা, ৩০ বছর
গিরদান, সনমান্দী।
৭. নূর মোহাম্মদ, ৫০ বছর
কলতাপাড়া, জামপুর।
৮. রুমা, ২৬ বছর
দুর্গা প্রসাদ, শম্ভূপুরা।
৯. মরিয়ম, ১৯ বছর
দুর্গা প্রসাদ, শম্ভূপুরা।
১০. আশরাফি, ২১ বছর
দুর্গা প্রসাদ, শম্ভূপুরা।
১১. লুৎফর রহমান, ৩৮ বছর
পি.আই.ও. অফিস, উপজেলা পরিষদ।
১২. সাথী আক্তার, ২৩ বছর
কৃষ্ণপুরা, আমিনপুর।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৭ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৫ জন সুস্থতা লাভ করেছেনঃ-

১. ডাঃ নাসির উদ্দিন, ৩৯ বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
২. রাহিমা, ৩০ বছর
হাড়িয়া চৌধুরী পাড়া, বৈদ্যেরবাজার।
৩. মুরাদ হোসেন, ৩৯ বছর (স্বাস্থ্য সহকারী)
সাদীপুর, সাদীপুর।
৪. আমান উল্লাহ, ৪০ বছর
হাড়িয়া চৌধুরী পাড়া, বৈদ্যেরবাজার।
৫. মোস্তফা কামাল, ৬১ বছর
হাতকোপা, আমিনপুর।

সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ৪৭৭ জন।
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু-১৮ জন।
সর্বমোট সুস্থতা লাভ করেছেন-৪২৬ জন।

সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।


Logo