নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলার বিভিন্ন কমিউনিটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম বিতরণ ও জন গুরুত্বপূর্ণ স্থানে সোলার লাইট স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ (১৮ জুন) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে স্থানীয় সরকার বিভাগ সোনারগাঁ উপজেলা শাখার পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমা সুলতানা, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী হায়দার খান, সোনারগাঁ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শফিকুল ইসলাম এবং উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আচল, পৌর কাউন্সিলর জায়েদা আক্তার মনি সহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের দায়িত্ব প্রাপ্ত অফিসারগণ।
এ সময় সরকারের স্বাস্থ্য সেবা বাস্তবায়ন করার লক্ষ্যে ৩৪টি কমিউনিটি ক্লিনিকের প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন সরঞ্জাম ও জন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় অর্ধশত সোলার লাইট স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।