নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে হঠাৎ করে করোনার সংখ্যা বেড়েছে ৭গুন। গত কয়েক সপ্তাহে করোনা শুন্যতে থাকলেও আজ ১৭ জানুয়ারী সোমবার সকালে পাওয়া তথ্যানুযায়ী ১৮ জনের নমুনা পরিক্ষা ৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এর আগে সর্বশেষ গত মাসের ৩০ তারিখে ১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।
পলাশ কুমার সাহা জানান, আজ মঙ্গলবার সকালে পাওয়া তথ্যানুযায়ী ১৮ জনের নমুনায় ৭ জন পুরুষের দেহে করোনা সনাক্ত হয়েছে।
বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৬৭২ জন, সুস্থ হয়েছেন ২৫৮৯জন সুস্থ হয়েছেন ৬৮ জন।
নিম্মে স্বাস্থ্য বিভাগের তথ্য নিম্মে দেয়া হলো: প্রাপ্ত ১৮ জনের ফলাফল অনুযায়ী ৭ জন COVID-19 ও ১১ জন নেগেটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্য :-
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দুধঘাটা, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – দৈলেরবাগ, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – আষাঢ়িয়ার চর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ভবনাথপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মনাইরকান্দি, শম্ভুপুরা।
➖ নেগেটিভের তালিকা : –
১. খোরশেদ, ৩২ বছর
সনমান্দী, সনমান্দী।
২. শেফালী, ৫০ বছর
দমদমা, মোগরাপাড়া।
৩. আক্তার হোসেন, ৫৭ বছর
রাম গোবিন্দেরগাঁও, শম্ভুপুরা।
৪. কামরুল হাসান, ৩৮ বছর
গোয়ালপাড়া, বারদী।
৫. রেহানা, ২৫ বছর
নানাখী, সাদীপুর।
৬. জাহাঙ্গীর আলম, ৪১ বছর
ইসলামপুর, পিরোজপুর।
৭. ইতি, ১৬ বছর
কদমতলী, জামপুর।
৮. জুনু, ৪৫ বছর
রতনপুর, পিরোজপুর।
৯. রমজান, ৬৩ বছর
সাত ভাইয়া পাড়া, বৈদ্যের বাজার।
১০. মোঃ শামীম, ৪২ বছর
গাংকুলকান্দি, সনমান্দী।
১১. আয়েশা আক্তার, ২৫ বছর
মশুরাকান্দি, সনমান্দী।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ২৬৮২ জন (মৃত্যু-৬৮ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ২৫৯৮ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।