সোনারগাঁয়ে নতুন করে আক্রান্ত ২, সুস্থ ২ মোট আক্রান্ত ৬০৮
- আপডেট টাইম : সোমবার, অক্টোবর ১২, ২০২০
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (১২ অক্টোবর) রবিবার ৮ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ২ জনের করোনা সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা শতকরা ২৫ শতাংশ। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬০৮ জন। নতুন করে ২জন সুস্থমহ মোট সুস্থ হয়েছেন ৫৭১ জন, মোট মৃত্যবরণ করেছেন ২২ জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ৮ জনের নমুনার রির্পোটে ২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৬০৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৭১ জন, মোট মৃত্যুবরণ করছেন ২২ জন।
তার দেয়া তথ্য অনুয়ায়ী পৌরসভার কৃষ্ণপুরা ও সনমান্দি ইউনিযনে গোপেরবাগ ২জন পুরুষের দেহে কোভিড-১৯ সনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২৭২১ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৬০৮ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২২ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৫৭১ জন সুস্থ হয়েছেন।
নিম্নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্য দেয়া হলো:
সর্বশেষ প্রাপ্ত ৮ জনের ফলাফল অনুযায়ী ২ জন COVID-19 পজিটিভ এবং ৬ জন COVID-19 নেগেটিভ এসেছে।

পজেটিভের তথ্যঃ
১ জন প্রাপ্তবয়ষ্ক পুরুষ- গোপেরবাগ, সনমান্দি।
১ জন প্রাপ্তবয়ষ্ক পুরুষ- কৃষ্ণপুরা, আমিনপুর।

নেগেটিভের তালিকাঃ
১. জরিনা, ২৫ বছর
বড় চেঙ্গাইন, কাঁচপুর।
২. নিলয়, ১৯ বছর
কৃষ্ণপুরা, আমিনপুর।
৩. আবু তাহের, ৫৮ বছর
দামোদরদি, বৈদ্যেরবাজার।
৪. রুবিনা, ২৩ বছর
সাহাপুর, আমিনপুর।
৫. আরমান, ১৮ বছর
ঝাউচর, পিরোজপুর।
৬. রিফাত, ১৫ বছর
সাহাপুর, আমিনপুর।
*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৭ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ২ জন সুস্থতা লাভ করেছেনঃ-
১. সোহান, ২৭ বছর
গোয়ালদী, আমিনপুর।
২. ডাঃ আল আমিন, ২৯ বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৬০৮ জন (মৃত্যু-২২ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৫৭১ জন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।