নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার সমনান্দি ইউনিয়নে বিরল রোগে আক্রান্ত একই পরিবারের ৫ সদস্যকে উপজেলা সমাজ সেবা অফিসের আওতাধীন রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে ৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা অফিসার ডাঃ তানভির আহাম্মেদ চৌধুরী পরিবারের এক সদস্যের হাতে এ অনুদান প্রদান তুলে দেন।
এসময় সোনারগাঁ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ গোলাম মোস্তফা, নেসলে বাংলাদেশের সোনারগাঁ এ্যরিয়ার নিউট্রেশন ইনচার্জ আহসানুল হক ইভান প্রমুখ উপস্থিত ছিলেন।