নিউজ সোনারগাঁ২৪ডটকম:
‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও ব্র্যাক এর সহযোগীতায় “বিশ্ব যক্ষা দিবস” উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূণরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হকের সভাপতিত্বে এবং আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মোঃ ইসমাঈল হোসেন (ম্যানেজার, ব্র্যাক), মোঃ আব্দুল মতিন (স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ), শাহিরুল আলম (টিএলসিএ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। “বিশ্ব যক্ষা দিবস” উপলক্ষে এসময় স্থানীয় সাধারণ জনগণও র্যালীতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।