নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আজ ( ২৪ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার যেসব কেন্দ্রে টিকা পাওয়া যাবে। নিম্মে দেয়া হলো-
চলমান কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আওতায় আগামী ২৪.০২.২০২২ খ্রিঃ তারিখে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার যে সকল কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে :-
➤ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ, নারায়ণগঞ্জের স্থায়ী কেন্দ্র।
➤ ইউনিয়ন পরিষদের ক্যাম্পসমূহ (১৮ উর্ধ্ব বয়সীদের জন্য):-
১. অফিসার্স ক্লাব, সোনারগাঁ উপজেলা পরিষদ।
২. কাঁচপুর ইউনিয়ন পরিষদ, কাঁচপুর।
৩. নাকাটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যের বাজার।
৪. মুনতাহা স্টিল মিলস লিমিটেড, নানাখী, সাদীপুর।
৫. হেরা সোয়েটার্স লিমিটেড, পেচাইন, জামপুর।
৬. এসকোয়্যার নিট কম্পোজিট লিঃ, কাঁচপুর।
৭. চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্ক, টিপর্দী, আমিনপুর(সোনারগাঁ পৌরসভা)।
৮. আনন্দ শিপইয়ার্ড এন্ড স্লিপওয়েজ লিঃ, ইসলামপুর, পিরোজপুর।
➤ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (১২-১৭ বছর বয়সীদের জন্য) :-
১. মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজ, কাঁচপুর।
২. সিনহা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কাঁচপুর।
৩. হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, শম্ভুপুরা।
৪. বাড়ী মজলিশ মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসা, মোগরাপাড়া।
৫. বৈদ্যের বাজার এন.এ.এম. পাইলট উচ্চ বিদ্যালয়, বৈদ্যের বাজার।