নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (২৫ নভেম্বর) বুধবার ১২ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা শতকরা ২৫ শতাংশ। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ৬৩৩ জন, মোট মৃত্যবরণ করেছেন ২৩ জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ১২ জনের নমুনার রির্পোটে ৩ দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৬৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৩৩ জন, মোট মৃত্যুবরণ করছেন ২৩ জন।
তার দেয়া তথ্য অনুযায়ী পৌরসভার গোয়ালদী গ্রামে ১ জন পুরুষ, বৈদ্যেবোজার সাত ভাইয়াপাড়া এলাকায় ১ জন মহিলার দেহে ও মোগরাপাড়া বাড়ী মসলিশ গ্রামে ১ জন পুরুষের দেহে করোনা সনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ৩৩৫০ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৬৮৪ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৬৩৩ জন সুস্থ হয়েছেন।
নিম্নে স্বাস্থ্য বিভাগের তথ্য নিম্নে দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ১২ জনের ফলাফল অনুযায়ী ৩ জন COVID-19 পজিটিভ ও ৯ জন COVID-19 নেগেটিভ এসেছে।
পজিটিভের তথ্য : – ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বাড়ী মজলিশ, মোগরাপাড়া। ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – গোয়ালদী, আমিনপুর। ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সাত ভাইয়া পাড়া, বৈদ্যের বাজার।
নেগেটিভের তালিকা : – ১. শান্ত, ২৯ বছর চৌরাস্তা, মোগরাপাড়া। ২. হৃদয়, ২১ বছর চৌরাস্তা, মোগরাপাড়া। ৩. সাব্বির, ১৯ বছর ন্যাশলেক কোঃ, মোগরাপাড়া। ৪. নাসির, ৫০ বছর বসন্দরদী, বৈদ্যের বাজার। ৫. মাহফুজুর রহমান, ৩৮ বছর জৈনপুর, পিরোজপুর। ৬. শাহিদা, ২০ বছর নলচর, চালিভাঙ্গা, মেঘনা, কুমিল্লা। ৭. রিপা, ৩১ বছর নলচর, চালিভাঙ্গা, মেঘনা, কুমিল্লা। ৮. আজিজুল, ১৭ বছর পশ্চিম সনমান্দী, সনমান্দী। ৯. ইউসুফ, ২৫ বছর পৈক্ষারপাড়, গজারিয়া, মুন্সীগঞ্জ।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৬৮৭ জন (মৃত্যু-২৩ জন) অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৬৩৩ জন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।