নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আজ ৮ জনের নমুনা পরিক্ষা করে ১ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় ১২ শতাংশ। নতুন করে সুস্থ হযেছে ৫ জন।
২৫ অক্টোবর সোমবার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা জানান, আজ ২৫ অক্টোবর সোমবার সকালে পাওয়া তথ্যানুযায়ী ৮ জনের নমুনা পরিক্ষা করো কারো ১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ৫ জন।
বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৬৪৯ জন সুস্থ ২৫৮২ জন এর মধ্যে মারা গেছেন ৬৮ জন।
নিম্নে উপজেলা স্বাস্থ্য বিভাগের পাওয়া তথ্য দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ৮ জনের ফলাফল অনুযায়ী ১ জন COVID-19 পজিটিভ ও ৭ জন নেগেটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্য : –
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – গোবিন্দপুর, আমিনপুর।
➖ নেগেটিভের তালিকা : –
১. পরী বানু, ৬৫ বছর
নাকাটিভাঙ্গা, বৈদ্যের বাজার।
২. সফর, ৭০ বছর
নাকাটিভাঙ্গা, বৈদ্যের বাজার।
৩. হাজী বাবর আলী, ৮০ বছর
ভবনাথপুর, আমিনপুর।
৪. সুফিয়া, ৪০ বছর
কান্দারগাঁও, পিরোজপুর।
৫. হালিমা, ৩৫ বছর
নয়াবাজার, আমিনপুর।
৬. শামসুন্নাহার, ৪৫ বছর
কোরবানপুর, পিরোজপুর।
৭. আসমা, ৪২ বছর
টিপর্দী, আমিনপুর।
*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৯ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৫ জন সুস্থতা লাভ করেছেন: –
১. কাওসার, ২৬ বছর
নয়াপুর, সাদীপুর।
২. মোঃ ইয়াসিন আরাফাত, ২৩ বছর
কুতুবপুর, কাঁচপুর।
৩. রনি, ২৬ বছর
বরাব, সাদীপুর।
৪. আব্দুল মান্নান, ৬৭ বছর
উত্তর পাড়া, কাঁচপুর।
৫. মনির হোসেন চৌধুরী, ৫৫ বছর
মেন্দীভিটা, আমিনপুর।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ২৬৪৯ জন (মৃত্যু-৬৮ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ২৫৭৮ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।