• দুপুর ১:১৬ মিনিট বৃহস্পতিবার
  • ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  • ঋতু : বসন্তকাল
  • ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
উপজেলা ছাত্রদল সভাপতি সহ বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সোনারগাঁয়ে সরকারী প্রজ্ঞাপন অমান্য করে দুই শ্রেণীর পরীক্ষা গ্রহণের অভিযোগ হাফেজদের সংবর্ধনা ও সন্মাননার প্রদান বন্দরে সংঘর্ষের ঘটনায় সোনারগাঁয়ের চার যুবক গ্রেপ্তার নানা কর্মসুচির সাবেক রাস্ট্রপতি এরশাদের জম্মদিন পালন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে আলট্রাসগ্রাম সেবা উদ্ধোধন. সোনারগাঁয়ে জাতীয় পার্টি এখন অনেক সুদৃঢ় ও শক্তিশালী… এমপি লিয়াকত হোসেন খোকা সোনারগাঁয়ে গ্রামবাসীর সাথে র‌্যাবের সংঘর্ষ ও গোলাগোলি নিহত-১ বৈদ্যেরবাজারে নাইট ক্রিকেট ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত জামপুর মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন স্কুল ব্যাগে মিলল ৩০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম বার্ষিকীতে কালামের উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল সোনারগাঁয়ে খেলার মাঠে মিললো নারীর গলাকাটা মরদেহ স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের মেধা বিকাশের বিকল্প নেই. ইঞ্জি: মাসুম আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ. এমপি লিয়াকত হোসেন খোকা গ্রেপ্তার আতঙ্কে ঘর ছাড়া পানামের ৬ গ্রামের পুরুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে সোনারগাঁয়ে আবারও জাতীয় পার্টি বিজয়ী হবে–এমপি খোকা সোনারগাঁয়ে রূপগঞ্জের যুবকের মৃত দেহ উদ্ধার সোনারগাঁয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বাষির্কী পালিত সোনারগাঁয়ে ১৮দিন পার হলেও উদ্ধার হয়নি অপহৃত ৮ম শ্রেণির ছাত্রী ফাতেমা
সোনারগাঁয়ে ২১ জনের নমুনা পরিক্ষা করে কারো দেহে করোনা সনাক্ত হয়নি

সোনারগাঁয়ে ২১ জনের নমুনা পরিক্ষা করে কারো দেহে করোনা সনাক্ত হয়নি

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (১৭ সেপ্টেম্বর)
বৃহস্পতিবার ২১ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ২১ জনের রিপোর্টই নেগেটিভ। ২১ জনের কারো দেহেে করোনা সনাক্ত হয়নি।

বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬২ জন। মোট সুস্থ হয়েছেন ৫২০ জন, মোট মৃত্যবরণ করেছেন ২১ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ২২ জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বৃহস্পতিবার  সকালে এ তথ্য নিশ্চিত করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ২১ জনের নমুনার রির্পোটে ২১ জনের  দেহে করোনা সনাক্ত হয়নি। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৫৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২০ জন, মৃত্যুবরণ করছেন ২১ জন আর চিকিৎসা নিচ্ছেন ২২ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২৫৬২ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৫৬১ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২১ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৫২০ জন সুস্থ হয়েছেন।

নিম্নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্য দেয়া হলো:

সর্বশেষ প্রাপ্ত ২১ জনের ফলাফল অনুযায়ী ২১ জনই COVID-19 নেগেটিভ এসেছে।

➖ নেগেটিভের তালিকাঃ

১. হেলেনা, ৪৫ বছর
গোয়ালদী, আমিনপুর।
২. আনিসুর রহমান, ৪০ বছর
দলদার, মোগরাপাড়া।
৩. লাভলী, ৩৫ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৪. রাশিদা বেগম, ৫৫ বছর
আলমদী, বারদী।
৫. আবুল কালাম, ৩৬ বছর
দুর্গা প্রসাদ, শম্ভূপুরা।
৬. আব্দুল লতিফ, ৫০ বছর
গোবিন্দপুর, আমিনপুর।
৭. ফারুক আহমেদ, ৩২ বছর
ভবনাথপুর, পিরোজপুর।
৮. তাসলিমা আক্তার, ২৯ বছর
ফতেহপুর, শম্ভূপুরা।
৯. খালেদা বেগম, ৪৩ বছর
তাতুয়াকান্দি, পিরোজপুর।
১০. মফিজুর রহমান, ৩৭ বছর
ছোট শিলমান্দী, আমিনপুর।
১১. আহমেদ, ৩৫ বছর
পৌর ভবনাথপুর, আমিনপুর।
১২. সেলিনা, ৩৭ বছর
গাবতলী, বৈদ্যের বাজার।
১৩. মাহমুদুল হাসান, ২৮ বছর
টেঙ্গার চর, গজারিয়া, মুন্সীগঞ্জ।
১৪. জহির রায়হান, ৩৫ বছর
সোনাপুর, কাঁচপুর।
১৫. আব্দুল হক, ৬০ বছর
বাইশত্যাগী, সাদীপুর।
১৬. শাহ জামাল, ৪৫ বছর
মাধবপুর, মোগরাপাড়া।
১৭. আনোয়ারা, ৩৯ বছর
আমগাঁও, সাদীপুর।
১৮. সাহাব উদ্দিন, ৭০ বছর
দলদার, মোগরাপাড়া।
১৯. আলী নূর, ৫২ বছর
ভাটি বলাকী, গজারিয়া, মুন্সীগঞ্জ।
২০. আজম খান, ৬০ বছর
নাজিরপুর, সনমান্দী।
২১. আবু সিদ্দিক, ৫৫ বছর
আলগীর চর, বারদী।

সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ৫৬২ জন।
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু-২১ জন।
সর্বমোট সুস্থতা লাভ করেছেন- ৫২০ জন।

সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution