• রাত ২:০৩ মিনিট শুক্রবার
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সংস্কারপন্থী ও লুটেরাদের জায়গা সোনারগাঁয়ে হবে না : মান্নান জামিনে মুক্ত হলেন সোনারগাঁ থানা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া সুতা ভর্তি কন্টেইনাল সোনারগাঁয়ে উদ্ধার সোনারগাঁয়ে ইউপিতে যারা প্যানেল চেয়ারম্যান হলেন চেয়ারম্যানদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক সেনা বাহিনীর হাতে থানা বিএনপি যুগ্ন-সম্পাদক আটক ছাত্র সমন্বয়কদের গনিত অলিম্পিয়াড সেজন-১ পুরস্কার বিতরন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল খালেদা জিয়াসহ নেতাকর্মীদের সুস্থতা কামনায় বিএনপির দোয়া সোনারগাঁয়ে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ  সাংবাদিক ইউসুফ আলীর মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতি পুলিশের সহায়তা পায়নি ভুক্তভোগী সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতি সোনারগাঁয়ে অবৈধ গ্যাস বিচ্ছিন্নকালে তিতাস কর্মচারীদের উপর হামলা সোনারগাঁয়ে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান সোনারগাঁয়ে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে নারীকে বাড়ি থেকে উচ্ছেদ আগামীকাল উপজেলার যেসব স্থানে বিদ্যুৎ বন্ধ থাকবে সোনারগাঁয়ে আঃলীগ নেতার আয়োজিত টুর্নামেন্টে স্পন্সর বিএনপি নেতা আপেল
সোনারগাঁয়ে ৩০ জনের নমুনায় ৩ জনের দেহে করোনা সনাক্ত

সোনারগাঁয়ে ৩০ জনের নমুনায় ৩ জনের দেহে করোনা সনাক্ত

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আজ একদিনে ৩ জনের নমুনা পরিক্ষা করে কারো দেহে করোনা সনাক্ত হয়নি। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৫ জন। 

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাবরিনা হক জানান, আজ ১৯ ফেব্রয়ারী শনিবার সকালে পাওয়া তথ্যানুযায়ী ৩০ জনের নমুনা পরিক্ষা করে ২ জন মহিলা ও ১ জন পুরুষের দেহে করোনা সনাক্ত হয়নি। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৫ জন।

বর্তমানে সোনারগাঁয়ে করোনা রোগী সনাক্তের সংখ্যা ৩০৮৪ জন, সুস্থ হয়েছেন ২৯৮৫ মারা গেছেন ৬৯ জন।

নিম্নে স্বাস্থ্য কমপ্লক্সের তথ্য নিম্নে দেয়া হলো সর্বশেষ প্রাপ্ত ৩০ জনের ফলাফল অনুযায়ী ৩ জন COVID-19 পজিটিভ ও ২৭ জন নেগেটিভ এসেছে।

➕ পজিটিভের তথ্য : –

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বাণীনাথপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – আষাঢ়িয়ার চর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাঁচপুর, কাঁচপুর।

➖ নেগেটিভের তালিকা : –

১. আব্দুল আলীম, ৪০ বছর
ঝাউচর, পিরোজপুর।
২. মামুন চৌধুরী, ৩৫ বছর
নিউ টাউন, পিরোজপুর।
৩. সোহাগ, ২০ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৪. রাসেল, ১৯ বছর
কান্দাপাড়া, পিরোজপুর।
৫. মহসিন, ২৩ বছর
জাঙ্গাল, সনমান্দী।
৬. মোঃ উজ্জ্বল হোসেন, ৩৫ বছর
ছোট শিলমান্দী, আমিনপুর।
৭. শিপন, ৩৪ বছর
মদনপুর, বন্দর।
৮. রিয়ন, ১৯ বছর
গজারিয়ার পাড়, শম্ভুপুরা।
৯. মিন্টু মিয়াঁ, ৩৮ বছর
ঝাউচর, পিরোজপুর।
১০. আমির হোসেন, ৩২ বছর
চর বলাকী, গজারিয়া, মুন্সীগঞ্জ।
১১. সোনালী, ১৩ বছর
বাণীনাথপুর, আমিনপুর।
১২. ফাহিম, ২৫ বছর
নোয়ানগর, সনমান্দী।
১৩. আশরাফুল, ১৯ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
১৪. সফুরা, ৬১ বছর
বেহাকৈর, কাঁচপুর।
১৫. তাজমহল, ৩৩ বছর
জাইদেরগাঁও, সনমান্দী।
১৬. মুত্তাকিন, ২৬ বছর
পাখির মোড়, গজারিয়া, মুন্সীগঞ্জ।
১৭. শাকিল, ২৭ বছর
পাখির মোড়, গজারিয়া, মুন্সীগঞ্জ।
১৮. আলমগীর চৌধুরী, ৬৪ বছর
কৃষ্ণপুরা, আমিনপুর।
১৯. মনোয়ারা, ৭০ বছর
চিরাইপাড়া, ধামগড়, বন্দর।
২০. মুহাম্মদ আলী, ৩৮ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
২১. সুফিয়া, ২৪ বছর
ঝাউচর, পিরোজপুর।
২২. জাহিদুল, ৪০ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২৩. তাসনিম, ২২ বছর
সেনপাড়া, কাঁচপুর।
২৪. রিফাত, ১৮ বছর
গজারিয়ার পাড়, শম্ভুপুরা।
২৫. আমির, ৪৭ বছর
দলদার, মোগরাপাড়া।
২৬. ইয়ানবী, ৪২ বছর
বাঘুরী, কাঁচপুর।
২৭. বাপ্পী, ৩৯ বছর
ঝাউচর, পিরোজপুর।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ১০ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ১৫ জন সুস্থতা লাভ করেছেন:-

১. হাবিবুর, ৩৪ বছর
পাঁচ আনী, পিরোজপুর।
২. মোঃ শফিকুল ইসলাম, ২৯ বছর
কুতুবপুর, কাঁচপুর।
৩. তনু চন্দ্র রায়, ২৯ বছর
নয়াপুর, সাদীপুর।
৪. তুলি আক্তার, ২৯ বছর
সোনাপুর, কাঁচপুর।
৫. রোহিতুন, ৭০ বছর
কলতাপাড়া, জামপুর।
৬. সিদ্দিক, ৫২ বছর
তালতলা, জামপুর।
৭. সেলিম আহমেদ, ৪০ বছর
টিপর্দী, আমিনপুর।
৮. মাকসুদা, ৪০ বছর
সোনাময়ী, বৈদ্যের বাজার।
৯. আমির হামজা, ১৯ বছর
চেঙ্গাকান্দি, বারদী।
১০. ইব্রাহীম, ২১ বছর
দুধঘাটা, পিরোজপুর।
১১. আবুল বাশার, ৪৯ বছর
ঝাউচর, পিরোজপুর।
১২. জাকির, ৪৪ বছর
মুগার চর, শম্ভুপুরা।
১৩. ইসমাঈল, ১৩ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
১৪. বিউটি, ৫০ বছর
দত্তপাড়া, আমিনপুর।
১৫. মোহাম্মদ বাবুল, ৪৩ বছর
চেঙ্গাইন, কাঁচপুর।

অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী – ৩০৮৪ জন (মৃত্যু-৬৯ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন– ২৯৮৫ জন।

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।


Logo