নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনাররগাঁ উপজেলায় ৩১ জনের নমুনা পরিক্ষা করে ১ জনেরর দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরে পাওয়া তথ্যে সোনারগাঁয়ে ৩১ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করে পৌরসভার আমিনপুর এলাকায় ১জন মহিলার দেহে করোনা সনাক্ত হয়েছে।
বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১৯৪ জন, মৃত্যু বরন করেছে ৩৭ ও সুস্থতা লাভ করেছেন- ১১৩৩ জন।
নিম্মে উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য নিম্মে দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ৩১ জনের ফলাফল অনুযায়ী ১ জন COVID-19 পজিটিভ ও ৩০ জন নেগেটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্য : –
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – পানাম, আমিনপুর।
➖ নেগেটিভের তালিকা : –
১. শহীদুল্লাহ, ৫০ বছর
বড়নগর, মোগরাপাড়া।
২. সঞ্জয়, ২৮ বছর
গোবিন্দপুর, নোয়াগাঁও।
৩. সোহান, ২২ বছর
ঝাউচর, পিরোজপুর।
৪. মোহন্নেসা, ৭০ বছর
কাজহরদী, সাদীপুর।
৫. Liang Kaifang, ৪২ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
৬. Feng Yong Deng, ৩৫ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
৭. Pan Jian Bo, ৪৪ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
৮. Gao Zhen, ৪১ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
৯. Li Qiang, ৩৬ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
১০. Hou Xian Feng, ৪১ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
১১. Li Zhong Chao, ৩৭ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
১২. Gao Jie, ৪৩ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
১৩. Xiao Bao Jun, ৩৬ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
১৪. Chen Hong Shan, ৩১ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
১৫. Wang Shiqi, ৩৮ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
১৬. Lin Shi Cheng, ৩৮ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
১৭. Xu Chuang, ৪৪ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
১৮. Zhao Wendong, ২৮ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
১৯. Zhou Dalong, ৪৪ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
২০. ফুলবাহার, ৪৫ বছর
দত্তপাড়া, আমিনপুর।
২১. নাসির উদ্দিন, ৬৪ বছর
দত্তপাড়া, আমিনপুর।
২২. জান্নাত, ১৬ বছর
চেঙ্গাকান্দি, পিরোজপুর।
২৩. রাজু, ২৫ বছর
গোয়ালদী, আমিনপুর।
২৪. আয়েশা, ৩০ বছর
জয়রামপুর, আমিনপুর।
২৫. আনিসুর, ৩০ বছর
চিলারবাগ, আমিনপুর।
২৬. শামসুল, ৬৫ বছর
ঝাউচর, পিরোজপুর।
২৭. মানিক, ৩২ বছর
বড়নগর, মোগরাপাড়া।
২৮. জাবেদ, ২৬ বছর
তালতলা, জামপুর।
২৯. আফতাব, ৩৮ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৩০. লাভলী, ৩৫ বছর
পাঁচ আনী, পিরোজপুর।
*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ২০ জন সুস্থতা লাভ করেছেন :-
১. রুবেল, ২৫ বছর
মেঘনা ঘাট, পিরোজপুর।
২. কাইয়ুম, ৩০ বছর
জোয়ারদী, সনমান্দী।
৩. সাজিম, ১৭ বছর
কাজহরদী, সাদীপুর।
৪. মমতাজ, ৫০ বছর
চর ভুলুয়া, সনমান্দী।
৫. রাশেদ হাসান, ৪০ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
৬. মাসুদ, ৩৭ বছর
নিউ টাউন, পিরোজপুর।
৭. রাসেল আহমেদ, ২২ বছর
ভবনাথপুর, আমিনপুর।
৮. শাহীন, ৩৮ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৯. ফিরোজা, ৫২ বছর
চান্দের চর, পিরোজপুর।
১০. Liu Guo Sheng, ৫০ বছর
সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।
১১. Wu Li Chao, ৫১ বছর
সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।
১২. Song Guang Ming, ৪৬ বছর
সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।
১৩. হোসনে আরা, ৬৫ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
১৪. লাভলী, ৪২ বছর
প্রতাপনগর, পিরোজপুর।
১৫. গোলাম মোহাম্মদ, ৭১ বছর
বেইলর, সাদীপুর।
১৬. মিজানুর রহমান, ৪২ বছর
ঝাউচর, পিরোজপুর।
১৭. মোঃ আতাউর রহমান, ৪২ বছর
কুতুবপুর, কাঁচপুর।
১৮. মোঃ রবিউল, ৩৫ বছর
পিরোজপুর, পিরোজপুর।
১৯. সজীব, ২৯ বছর
মেঘনা ঘাট, পিরোজপুর।
২০. শামীম, ৩৫ বছর
বাগবাড়ী, সনমান্দী।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ১১৯৪ জন (মৃত্যু-৩৭ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ১১৩৩ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।