এ নিয়ে সোনারগাঁয়ে ৪৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ৮ জন, মোট সুস্থ ৪১৬ জন, মৃত্যু বরণ করেছেন ১৭ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪১ জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা মঙ্গলবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ৬ জনের নমুনার রির্পোট পেয়েছি তার মধ্যে ১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৪৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪০৩ জন, মৃত্যুবরণ করছেন ১৭জন আর চিকিৎসা নিচ্ছেন ৪১জন।
তার দেয়া তথ্য মতে উপজেলার কাঁচপুর কুতুবপুর ১ মহিলার দেহে কোভিট ১৯ আক্রান্ত হয়েছেন।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২০৭৫ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৪৭৪ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৭ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৪১৬ জন সুস্থ হয়েছেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য নিম্নে দেয়া হল: সর্বশেষ প্রাপ্ত ৬ জনের ফলাফল অনুযায়ী ১ জন COVID-19 পজিটিভ ও ৫ জন নেগেটিভ এসেছে।
➕ ১ জন পজেটিভের মধ্যে-
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কুতুবপুর, কাঁচপুর।
➖ নেগেটিভের তালিকাঃ
১. সানিয়া আক্তার, ২০ বছর
পানাম গাবতলী, বৈদ্যেরবাজার।
২. মোস্তফা, ৬০ বছর
ভাটিবন্দর, পিরোজপুর।
৩. জাহাঙ্গীর আলম, ৩৯ বছর
জাইদারগাঁও, সনমান্দী।
৪. মোঃ তাওলাদ, ৪৭ বছর
জাইদারগাঁও, সনমান্দী।
৫. নুরুজ্জামান, ৪৫ বছর
দুধঘাটা, পিরোজপুর।
*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৭ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৮ জন সুস্থতা লাভ করেছেনঃ-
১. নাজমুল, ৩০ বছর
ভবনাথপুর, পিরোজপুর।
২. মেহেদী হাসান, ২৪ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৩. নাহিন, ১৫ বছর
দমদমা, মোগরাপাড়া।
৪. ফিরোজ, ৬৫ বছর
দমদমা, মোগরাপাড়া।
৫. ফাহমিদা, ২০ বছর
দমদমা, মোগরাপাড়া।
৬. কামরুন্নাহার, ৩৫ বছর
দমদমা, মোগরাপাড়া।
৭. কমল বর্মণ, ২৭ বছর
জয়রামপুর, আমিনপুর।
৮. শ্যামল বর্মণ, ২৭ বছর
জয়রামপুর, আমিনপুর।
সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ৪৭৪ জন।
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু-১৭ জন।
সর্বমোট সুস্থতা লাভ করেছেন-৪১৬ জন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।