নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আজ ৭ জনের নমুনা পরিক্ষা করে কারো দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়নি। যা নমুনা সংগ্রহের তুলনায় ০০ শতাংশ।
২৬ অক্টোবর মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা জানান, আজ ২৬ অক্টোবর মঙ্গলবার সকালে পাওয়া তথ্যানুযায়ী ৭ জনের নমুনা পরিক্ষা করো ৭ দেহে করোনা সনাক্ত হয়নি।।
বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৬৪৯ জন সুস্থ ২৫৮২ জন এর মধ্যে মারা গেছেন ৬৮ জন।
নিম্নে উপজেলা স্বাস্থ্য বিভাগের পাওয়া তথ্য দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ৭ জনের ফলাফল অনুযায়ী ৭ জনই COVID-19 নেগেটিভ এসেছে।
➖ নেগেটিভের তালিকা : –
১. আতশ মিয়াঁ, ৫৯ বছর
ধামগড়, বন্দর।
২. রুনা, ৫০ বছর
গোয়ালদী, আমিনপুর।
৩. শামসুদ্দিন, ৭০ বছর
ভটেরকান্দি, সনমান্দী।
৪. ইমতিয়াজ, ২৯ বছর
রঘু নাথ পুকুর পাড়, বারদী।
৫. ফারজানা, ২২ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
৬. ডাঃ শহীদুল ইসলাম খান, ৪৩ বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
৭. লিমা, ১৮ বছর
ভট্টপুর, আমিনপুর।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী – ২৬৪৯ জন (মৃত্যু-৬৮ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন– ২৫৭৮ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।