নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আজ একদিনে আরো ১৪ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী আজ বৃহস্পতিবার সকালে পাওয়া তথ্যে ৬৯ জনের নমুনা পরিক্ষা করে ১৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় ১৮.২৮ শতাংশ।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাবরিনা হক জানান, আজ ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পাওয়া তথ্যানুযায়ী ৬৯ জনের নমুনা পরিক্ষা করে ৩জন মহিলা ও ১১জন পুরুষের দেহে করোনা সনাক্ত হয়েছে।
বর্তমানে সোনারগাঁয়ে করোনা রোগী সনাক্তের সংখ্যা ২৯৯০ জন, সুস্থ হয়েছেন ২৫৯৮জন মারা গেছেন ৬৮ জন।
নিম্নে স্বাস্থ্য কমপ্লক্সের তথ্য নিম্নে দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ৫৩ জনের ফলাফল অনুযায়ী ১৪ জন COVID-19 পজিটিভ ও ৩৯ জননেগেটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্য : –
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – নানাখী, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – আলমদী, বারদী।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হামসাদী, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাঁচপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বসুরবাগ, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নয়াপুর, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সনমান্দী, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নবীনগর, শম্ভুপুরা।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কুতুবপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – তালতলা, জামপুর।
৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ইউনিক মেঘনা ঘাট পাওয়ার লিঃ, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হলদাবাড়ী, সাদীপুর।
➖ নেগেটিভের তালিকা : –
১. তন্বী, ১৭ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
২. হোসনে আরা, ৪৫ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৩. মনিরুল ইসলাম, ২৪ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
৪. শাহ আলম, ৫৪ বছর
নয়াপুর, সাদীপুর।
৫. দুলাল, ৫৩ বছর
নয়াপুর, সাদীপুর।
৬. নার্গিস, ৩০ বছর
যাত্রামুড়া, তারাব, রূপগঞ্জ।
৭. মুয়াজ, ৫ বছর
উলুকান্দি, বৈদ্যের বাজার।
৮. সমাপ্তি মন্ডল, ৩২ বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
৯. আরিফুল, ২৬ বছর
টেঙ্গার চর, গজারিয়া।
১০. রাশেদুল ইসলাম, ৩৭ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১১. আবুল হোসেন, ৪২ বছর
নয়াগাঁও, পিরোজপুর।
১২. ঈশাল, ৪ বছর
মাঝি পাড়া, মোগরাপাড়া।
১৩. হৃদি, ৩০ বছর
মাঝি পাড়া, মোগরাপাড়া।
১৪. মোঃ মুতাসিম বিল্লাহ, ৪০ বছর
মাঝি পাড়া, মোগরাপাড়া।
১৫. আব্দুল কাদের, ৪৬ বছর
নিউ টাউন, পিরোজপুর।
১৬. রেবেকা, ২২ বছর
কাঁচপুর, কাঁচপুর।
১৭. সোহেল, ৩০ বছর
ঝাউচর, পিরোজপুর।
১৮. আব্দুস সাত্তার, ৫৫ বছর
চান্দের কীর্তি, বৈদ্যের বাজার।
১৯. সোনালী, ১৩ বছর
বাণীনাথপুর, আমিনপুর।
২০. জ্যোৎস্না, ৪৫ বছর
বাণীনাথপুর, আমিনপুর।
২১. সাঈদ হাসান, ৩০ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২২. তাসলিমা, ২৩ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২৩. সামিয়া, ৫ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২৪. রাজিয়া, ৫০ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
২৫. জিয়াসমিন, ৩৫ বছর
রিবর, বারদী।
২৬. শাহাদাৎ, ৩৮ বছর
নোয়াইল, আমিনপুর।
২৭. জাফর ইকবাল, ৬০ বছর
আলগীর চর, বারদী।
২৮. আসমা, ৫৫ বছর
আলগীর চর, বারদী।
২৯. ইকবাল, ৩০ বছর
আলগীর চর, বারদী।
৩০. দৌলত-উর-রহমান, ৫৭ বছর
উপজেলা শিক্ষা অফিস, সোনারগাঁ।
৩১. সিয়াম, ১৫ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
৩২. আদনান, ১৪ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
৩৩. আব্দুর রহমান, ১৫ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
৩৪. শামীম, ১৪ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
৩৫. ফয়সাল, ২৭ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
৩৬. ইউসুফ, ৪৩ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
৩৭. রিনা, ২৭ বছর
রাইজদিয়া, আমিনপুর।
৩৮. শাহ পরাণ, ২৭ বছর
সনমান্দী, সনমান্দী।
৩৯. সুমন, ২৮ বছর
মদনপুর, বন্দর।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী – ২৯৯০ জন (মৃত্যু-৬৮ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন– ২৫৯৮ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেে চলুন, সুস্থ থাকুন।