• দুপুর ১২:৩১ মিনিট বৃহস্পতিবার
  • ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : হেমন্তকাল
  • ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় ছেলে নিহত, বাবাসহ আরেক ছেলে আহত সোনারগাঁয়ে ৯ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ বন্দরে প্রবাসীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা সোনারগাঁয়ের ১১ জনের মনোনয়ন বৈধ ২ জন বাতিল হলফনামায় কায়সার ও লিয়াকত হোসেন খোকা যত সম্পদ দেখিয়েছেন হলফনামায় কায়সার ও লিয়াকত হোসেন খোকা যত সম্পদ দেখিয়েছেন আয় কমেছে এমপি খোকার ও তার স্ত্রীর বন্দরে চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ যুবকের ৭ দিন পর মৃত্যু বন্দরে চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ যুবকেন ৭ দিন পর মৃত্যু নদীতে ডুবে যাওয়ার ২১ ঘন্টা পর শিশু রিয়াদের লাশ উদ্ধার বন্দরে কিশোর সন্ত্রাসীদের হামলায় মাদ্রাসার নাইটগার্ড আহত ২৪০ দিনে কুরআনে হাফেজ হলেন খালিদ সাইফুল্লাহ রিদওয়াদ আওয়ামীলীগ নেতা আব্দুল হাই ভুঁইয়া মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল তৃণমুল বিএনপিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে নাম লেখালের এডভোকেট রোকন সোনারগাঁয়ে ১২ বছরের মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ সোনারগাঁয়ে বড় ভুমিকম্প মনোনয়ন জমা শেষে চুপচাপ প্রার্থী ও নেতাকর্মীরা কাঁচপুর ব্রিজের ঢালে নাফ বাস উল্টে আহত ১০, তীব্র যানজট সোনারগাঁ ইন্টার স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন (বিসকা) এর বৃত্তি পরীক্ষা শুরু নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১২ জনের মনোনয়নপত্র জমা
হাঁটার ভুলে হাঁটু ব্যথা

হাঁটার ভুলে হাঁটু ব্যথা

Logo


হাঁটা-চলা সুস্থ রাখতে সহায়তা করে। তবে ভুল ভাবে হাঁটা হতে পারে ক্ষতির কারণ।

জুতা পছন্দের সময় কেবল সৌন্দর্য নয় পায়ের ব্যথার কথাও মনে রাখতে হয়।

এই বিষয়ে বোর্ড প্রত্যয়িত অর্থোপেডিক সার্জন এবং ‘স্পোর্টস মেডিসিন ফিজিশিয়ান’ যুক্তরাষ্ট্রের ডা জেরোম এনাদ বলেন, “ভুল ধরনের জুতা পরা আগে থাকা হাঁটুর ব্যথা আরও বাড়িয়ে তোলে।”

উদাহরণ দিতে গিয়ে এই চিকিৎসক ‘ইট দিস নট দ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “প্যাটেলোফেমোরল সিন্ড্রোম (ভারসাম্যহীনতার কারণে হাঁটুর সামনের অংশে ব্যথা) যদি থাকে তবে ঝাঁকি শোষণ করতে পারে এমন জুতা পরা উচিত। এতে হাঁটার সময় হাঁটু নিরাপদ থাকে।”

অন্যদিকে, হাঁটুর মাঝের অংশে ব্যথা থাকলে নিচু তল বিশিষ্ট জুতা পরা বা হাঁটতে সুবিধা হয় এমন জুতা পরা উচিত।

হাঁটার সময় মাটিতে পায়ের পাতা সমতলভাবে পড়লে সময়ের সঙ্গে সঙ্গে তা হাঁটুর ব্যথা বাড়িয়ে দেয়।

পায়ের বাঁকানো অংশ খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা দেহের স্থিতিশীলতা বজায় রাখে। এই অংশ ভেঙে গেলে পায়ের স্থায়িত্ব কমে যায় এবং হাঁটুতে বাড়তি চাপ পড়ে। ফলে হাঁটুর মাঝামাঝি অংশে ব্যথা হতে পারে।

বিষয়টি জানান যুক্তরাষ্ট্রের ‘গ্যারেজ জিম রিভিউস’য়ের এসিই প্রত্যয়িত ব্যক্তিগত প্রশিক্ষক  ও বিশেষজ্ঞ টিজে মেনটাস।

হাঁটার সময় নিতম্ব ও পশ্চাত পেশি ব্যবহার না করা

হাঁটা অনেকের কাছেই আলসেমির মতো মনে হতে পারে। হাঁটুর ব্যথা এড়াতে কীভাবে এবং কোথায় হাঁটা হচ্ছে সেদিকে খেয়াল রাখা উচিত।

হাঁটুর ব্যথা এড়াতে নিতম্ব ও পশ্চাতের পেশিগুলোকে সংযুক্ত করা প্রয়োজন।

মেনটাস বলেন, “পশ্চাতের পেশিগুলো বড় ও শক্তিশালী। হাঁটার সময় এগুলোর ব্যবহার না করা হলে সংযোগস্থলগুলোতে সমস্যা সৃষ্টি হতে পারে। এই পেশিগুলো যুক্ত না করার ফলে হাঁটুতে বাড়তি চাপ পড়ে ও বেশি ভার বহন করতে হয়।”


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution