নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (২২ জানুয়ারী) শুক্রবার ৫ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষায় কারো দেহে করোনা সনাক্ত হয়নি।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা জানান, শুক্রবার পাওয়া তথ্যে ৫ জনের নমুনা পরিক্ষা করে কারো দেহে করোনা সনাক্ত হয়নি। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৮০৪ জন, মোট সুস্থ হয়েছেন ৭৫৯ জন মৃত্যুবরন করেছে ২৬ জন।
সর্বশেষ প্রাপ্ত ৫ জনের ফলাফল অনুযায়ী ৫ জনই COVID-19 নেগেটিভ এসেছে।
➖ নেগেটিভের তালিকা : –
১. ওবায়দুল, ৪৫ বছর
মদনপুর, বন্দর।
২. মোঃ ঈমান আলী, ৬৫ বছর
ইসলামপুর, পিরোজপুর।
৩. মোঃ ফরহাদ, ৩০ বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৪. সোলায়মান, ৩৭ বছর
বাংলাবাজার, সনমান্দি।
৫. মোঃ জামাল, ৬০ বছর
চান্দেরকীর্তি, বৈদ্যেরবাজার।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৮০৪ জন (মৃত্যু-২৬ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৭৫৯ জন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।